Sunday , April 28 2024

`বাংলাদেশের স্বাধীনতা কারো দানে পাওয়া নয়’

নিজস্ব প্রতিবেদক:

২৬মার্চ ২০২৪, ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এইদিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। দিবসটি পালন উপলক্ষে দ্বীপ উন্নয়ন সংস্থা ও মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, প্রমিন্যান্ট হাউজিং, ঢাকা আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা এ কথা বলেন।

মোহাম্মদপুর এর প্রমিন্যান্ট হাউজিং প্রাঙ্গনে আয়োজিত এ সভায় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের ম্মারক বক্তৃতা করেন। এছড়া হাউজিং এর ১২জন মেধাবীছাত্র ছাত্রীদের দেশপ্র্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধারা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মুক্তিযোদ্ধারা আরও বলেন, তিনি শত্রু সেনাদের বিতাড়িত করতে শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করার আহ্বান জানান। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন।’ তৎকালীন ইপিআরের ওয়্যারলেস থেকে বঙ্গবন্ধুর সেই বার্তা ছড়িয়ে দেওয়া হয় দেশের সর্বত্র। বঙ্গবন্ধুর এ ঘোষণায় সেদিনই ঐক্যবদ্ধ সশস্ত্র মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে গোটা জাতি। চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শুরু হয় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ। এরপর ৯ মাসের মরণপণ লড়াইয়ে ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।

সভায় বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা মো: আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহর আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রসুল বাবুল ও দ্বীপ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মো: আশরাফ উদ্দিন বক্তৃতা করেন। এছাড়া অদম্য মেধাবী ছাত্রী মনপুরার ইশরাত জাহান মিতু বক্তৃতা করেন।  মিতু মেধাবীদের দেশ সেবার ব্রত নিয়ে লেখাপড়া করার আহ্বান জানান।

উল্লেখ্য মিতু বর্তমানে বঙ্গবন্ধু সরকারি মেডিকেল কলেজ সুনামগঞ্জ এ চতুর্থ বর্ষে পড়ছেন। মিতু দ্বীপ উন্নয়ন সংস্থার‘ বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’প্রাপ্ত একজন অদম্য মেধাবী। লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে এই সহায়তা মিতুর এ্যাকাউন্টে চলে যাবে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক। সভায় অন্যান্যদের মধ্যে দ্বীপ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জিন্নাত আরাফের দৌস, সংস্থার আন্তর্জাতিক প্রতিনিধি মো: আরফাকুল আলম ও প্রমিন্যান্ট হাউজিং এর সাধারণ সম্পাদক ডা. ইকবাল উপস্থিত ছিলেন।

About somoyer kagoj

Check Also

বাসাইল কল্যাণপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইল কাউলজানী ইউনিয়নের কল্যানপুর গ্রামে কল্যাণপুর যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *