Monday , April 21 2025

না ফেরার দেশে অভিনেত্রী গুলশান আরা আহমেদ

বিনোদন ডেস্ক:

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

অভিনেত্রীর মেয়ে জাকিয়া রেজওয়ানা গণমাধ্যমকে বলেন, ‘চারদিন ধরে মা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৪ এপ্রিল) রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

ব্রাহ্মণবাড়িয়ায় বাদ আসর জানাজা শেষে মায়ের কবরের পাশে গুলশান আরা আহমেদকে দাফন করা হবে বলে জানান জাকিয়া।

এর আগে গুলশান আরা আহমেদের ফেসবুক আইডি থেকে মাঝরাতে লেখা হয়, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিউরের জন্য। আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’

পরে শোনা যায় মৃত্যুর খবর। মূলত লাইফ সাপোর্ট থেকে আর ফেরানো যায়নি তাকে। ভোরে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

বলা দরকার, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিনয় জীবন শুরু। পরবর্তীতে তিনি প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় কাজ করা শুরু করেন। ‘হৃদয়ের কথা’, স্বপ্নডানায়’, ‘বাবা আমার বাবা’, ‘পোড়ামন, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’, ‘চরিত্র’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

About somoyer kagoj

Check Also

নতুন গল্পে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুরু হলো শুটিং

বিনোদন প্রতিবেদক: তরুণদের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের ধারাবাহিক নাটক নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *