শিপু সাজ্জাত, চাাঁদপুর থেকে:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে আশা সংস্থার উদ্যোগে মাত্র ২০ টাকায় ফিজিওথেরাপি তিন দিন ব্যাপী, তাং ১৫, ১৬ ও ১৭ এপ্রিল ২০২৫ ইং সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত , সেবা সমূহ: মাজা ব্যাথা হাঁটু ব্যাথা কাঁধে ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার ফিজিওথেরাপি দিচ্ছেন, ফিজিওথেরাপিস্ট, উচ্ছ্বাস সুতার। প্রতি বছরের ন্যায় এবারও আশা সংস্থার উদ্যোগে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাত আলী রিজিওনাল ম্যানেজার আশা- ফরিদগঞ্জ অঞ্চল। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আশা সংস্থা তাদের গ্রাহকের থেকে ক্ষুদ্র ঋনের যে সার্ভিসচার্জ নিয়ে থাকেন তার ২০% সামাজিক খাতে ব্যয় করে থাকেন। সামাজিক খাত গুলো হলো চিকিৎসা সহায়তা,ফিজিওথেরাপী,শিক্ষা ,স্বাস্থ্য ইত্যাদি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী আকবর বিশিষ্ট ব্যাবসায়ী চান্দ্রা বাজার। অনুষ্ঠানে সভাপত্বি করেন জনাব মোঃলোকমান হোসেন ব্রাঞ্চ ম্যানেজার আশা,চান্দ্রা বাজার ব্রাঞ্চ।