Monday , April 21 2025

অবশেষে তামিমদের দলে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:

বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব। তবে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে তা একদিন পেছানোর কথা জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হবে মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে। মোহামেডানের জার্সিতে খেলবেন তিনি।

কাঁধের চোটে ভোগায় মোস্তাফিজ খেলতে পারেননি প্রথম রাউন্ড। অবশেষে টুর্নামেন্টের শেষভাগে এসে দল পেয়েছেন তিনি। তার সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছেন মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোস্তাফিজ সবশেষ ম্যাচ খেলেছেন চলতি বছর ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০ ওভারে ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় দুই মাস বিশ্রাম থাকার পর মোহামেডানের জার্সিতে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বাঁহাতি এই স্পিনারের।

ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হয়েছে গত ১২ এপ্রিল। সুপার লিগে কোয়ালিফাই করেছে টেবিলের শীর্ষে থাকা ৬ দল। আবাহনী ও মোহামেডান শীর্ষে থেকে সুপার লিগে খেলবে। ঐতিহ্যবাহী এই দুটি ক্লাব ছাড়াও পরের পর্বের টিকিট কেটেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ও লিজেন্ডস অব রূপগঞ্জ। লিগ পর্বের মতো ম্যাচগুলো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। আপাতত সুপার লিগের তিন রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ২০, ২৩ এপ্রিল।

এছাড়া রেলিগেশন লিগ শুরু হবে ১৮ এপ্রিল থেকে। এই লিগের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ১৮ এপ্রিল পারটেক্স স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। ২১ এপ্রিল ব্রাদার্স ইউনিয়ন খেলবে শাইনপুকুরের বিপক্ষে। বাকি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। ওই দিন পারটেক্স খেলবে ব্রাদার্সের বিপক্ষে। এই তিন দলের মধ্যে টেবিলের নিচের দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। বাকি দলটি আগামী আসরে সরাসরি লিগে অংশ নেওয়ার সুযোগ পাবে।

About somoyer kagoj

Check Also

বিসিবিতে দুদকের সেই অভিযান নিয়ে যা বললেন ফারুক

স্পোর্টস প্রতিবেদক:নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সম্প্রতি অভিযান পরিচালনা করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *