Monday , April 21 2025

বার্সেলোনার হাতে পূর্ণ তিন পয়েন্ট তুলে দিলো লেগানেস

স্পোর্টস ডেস্ক:

শঙ্কা তৈরি হলেও দুই পয়েন্ট খোয়ানো থেকে শেষ পর্যন্ত বেঁচে গেছে বার্সেলোনা। কাতালানদের পূর্ণ তিন পয়েন্ট যেন উপহারই দিয়েছে লেগানেস। লা লিগায় শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বার্সা। হানসি ফ্লিকের দল গুরুত্বপূর্ণ জয়টি পায় লেগানেস ডিফেন্ডার জর্জ সাএন্সের আত্মঘাতী গোলে।

কষ্টার্জিত জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে বাড়িয়েছে টেবিলটপার বার্সা। এ নিয়ে লা লিগায় ১২ ম্যাচ অপরাজিত থাকলো কাতালানরা। তাদের পয়েন্ট এখন ৭০। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩।

ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আজকের ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন ছিল, কিন্তু জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ এবং মাসে আমার দল যা করছে, তাতে আমি গর্বিত। আমাদের রক্ষণ ও আক্রমণ নিয়ে আরও কাজ করতে হবে। তবে আমরা তিন পয়েন্ট পেয়েছি, সেটাই আসল ব্যাপার।’

প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ। বার্সার সঙ্গে স্বাগতিক লেগানেসও গোলের সুযোগ করে। তবে কোনোপক্ষই সফলতা পায়নি।

বিরতির পর (৪৮ মিনিটে) গোলের খেলা শুরু হয়। রবার্ট লেওয়ানডস্কিকে উদ্দেশ্য করে ক্রস দেন রাফিনহা। কিন্তু লেগানেস ডিফেন্ডার সাএন্স ভুলবশত সেটি নিজেদের জালে পাঠিয়ে দেন।

রাফিনহার আরেকটি ক্রস থেকে হেড করেছিলেন লেওয়ানডস্কি। সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭ মিনিটে তাকে বদলি করে মাঠে নামানো হয় ফেরান তোরেসকে।

লেগানেসের দানি রাবা একটি গোল করেছিলেন আদ্রিয়া আলতিমিরার ক্রস থেকে হেড করে। তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

বার্সেলোনা এরপর আরও কয়েকটি সুযোগ পায়। যার মধ্যে সবচেয়ে সুযোগটি তৈরি হয় লামিন ইয়ামাল ও তোরেসের কম্বিনেশনে। শেষ পর্যন্ত গোল করতে পারেননি ইয়ামাল।

লেগানেস মরিয়া হয়ে সমতা ফেরাতে চেয়েছিল। তাদের সবচেয়ে বড় প্রচেষ্টা ছিল দিয়েগো গার্সিয়ার দূরপাল্লার শট, যা লক্ষ্যভ্রষ্ট হয়। অবনমনের শঙ্কায় থাকা লেগানেস এখন ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকা বার্সা আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে যাবে। প্রথম লেগে ৪-০ গোলে জিতেছিল ফ্লিকের দল।

About somoyer kagoj

Check Also

বিসিবিতে দুদকের সেই অভিযান নিয়ে যা বললেন ফারুক

স্পোর্টস প্রতিবেদক:নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সম্প্রতি অভিযান পরিচালনা করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *