Monday , April 21 2025

যুবদল নেতা জিকু দুষলেন বিএনপি নেতা বিপ্লবকে

কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা পশুহাটের ইজারা নেওয়ায় ইজারাদারের চাচা চাল ব্যবসায়ী আব্দুর রশিদের শহরস্থ গোসালা গলির বাসায় গুলি ছুড়ে জীবননাশের হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভরদুপুরে দুবর্ৃৃত্তরা পর পর দু রাউন্ড গুলি করে। হাট ইজারাকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব এ ঘটনা ঘটাতে পারে জানিয়েছেন রশিদের ভাতিজা জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মো. জিহাদুজ্জামান জিকু। আব্দুর রশিদের ভাতিজার লাইসেন্সে একমাত্র দরদাতা হিসেবে এক কোটি ৬৪ লাখ টাকা দরে আসন্ন বাংলাসনে এক বছরের জন্য হাটটির ইজারা পেয়েছেন মেসার্স জোহা এন্টারপ্রাইজ।

দেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ বলেন, যখন গুলি করা হয় তখন তিনি খাজানগর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। গুলির ঘটনা জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে শহরের বাসায় আসেন। এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পান, বেলা পৌনে ২টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুজন ব্যক্তি বাণী হলের দিক থেকে এসে বাড়ির সামনে দাঁড়ায়। এরপর বাড়ি লক্ষ্য করে দুটি গুলি চালিয়ে একই রাস্তা ধরে শহরের দিকে চলে যায়। এতে বাড়ির বাইরের কাচের গ্লাস ভেঙে যায়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছেন বলে জানান। কি কারণে এ ঘটনা ঘটতে পারে তা তিনি স্পষ্ট করে বলেননি, তিনি কাউকে সন্দেহও করেননি। তিনি নিজ বাসায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, প্রশাসন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সেটা তিনি প্রত্যাশা করেন।

আব্দুর রশিদের ভাতিজা মো. জিহাদুজ্জামান জিকু বলেন, ‘সম্প্রতি সদর উপজেলার আইলচারা হাট-বাজারের পুনঃদরপত্র বিজ্ঞপ্তির সিডিউল কেনার পর থেকেই নানাভাবে ভয় ভীতি দেখানো হয়েছে। যেহেতু চাচা (আব্দুর রশিদ) আমাদের পরিবারের অভিভাবক, তাঁর পরামর্শে আমরা ব্যবসা-বাণিজ্য করে থাকি, সে কারণে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটাতে পারে। তিনি আরও বলেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব ও মুন্না এ হাট নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার ধারণা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া সদর থানা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব অভিযোগ অস্বীকার করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ‘গুলির ঘটনায় সিসি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়া হবে।’
জানা গেছে, আব্দুর রশিদ দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। ঋণখেলাপির অভিযোগে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যাংকের করা মামলা চলমান রয়েছে। গত বছরের ১৬ নভেম্বর প্রতারণা মামলায় কুষ্টিয়া শহর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

হাট-ঘাট ইজারাকে কেন্দ্র করে সম্প্রতি কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, পাবনা ও মেহেরপুরে চরমপন্থিদের তৎপরতা যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। বিশেষ করে চর ও নদী এলাকায় তাদের অবস্থান শক্ত। খুব সহজে তারা ট্রলার ও নৌযান ব্যবহার করে অভিযান পরিচালনা করছে। এর মধ্যে কুষ্টিয়ায় গত কয়েক মাসে অন্তত ৪-৫টি ঘটনা ঘটিয়েছে। আগে কুষ্টিয়া এলাকায় জাসদ গণবাহিনীর (লাল) প্রভাব ছিল। লাল নিহত হওয়ার পর সংগঠনের বাকি নেতাদের কয়েকজন পলাতক অবস্থায় ভারতে মারা যান।

কয়েক দিন আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুরে একটি শ্মশান ঘাটে তিনজনকে হত্যা করা হয়। একই জায়গায় দেড় যুগে হত্যা করা হয় আটজনকে। কুষ্টিয়ার সীমানায় অবস্থিত জায়গাটি।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কারও নাম উল্লেখ করে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালা করা হচ্ছে।

About somoyer kagoj

Check Also

আবুল খায়ের খাজা শ্রম আদালতের প্রতিনিধি নির্বাচিত বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের অভিনন্দন

শাহজালাল (ফারুক)বাংলাদেশের খ্যাতনামা শ্রমিক নেতা, মেহনতি  শ্রমিকের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর  আদমজী জুট মেইলের সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *