Monday , April 21 2025

জিতকে চিনে ফেলেন ডাকাত সর্দার, প্রাণে রক্ষা অভিনেতার

বিনোদন ডেস্ক:

জিতের মতো তারকাকে কে না ভালোবাসেন। কে না তার অনুরাগী। অবাঙালি হয়েও বাংলায় বড় হয়েছেন এই তারকা। বাংলা সিনেমাকে দিয়েছেন একের পর এক হিট বাণিজ্যিক ছবি। তার ফ্যানবেজের সংখ্যাটাও ছোট নয়।

সে কারণেই একবার প্রাণে বেঁচেছিলেন জিৎ। নিজের মুখেই শেয়ার করেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।

গ্রামে শো করতে গিয়েছিলেন নায়ক। প্রত্যন্ত গ্রাম। শো শেষ হয় অনেক রাতে। ফেরার পথে সঙ্গীদের সঙ্গে রাস্তার একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছিলেন। পোশাক পরিবর্তন করেছিলেন তারা। হঠাৎই দেখেন দূর থেকে ধেয়ে আসছে একদল লোক। ১৫-১৬ জনের মতো হবে। সবার হাতে ধারালো অস্ত্র, ইট। জিতের গাড়ি ঘিরে ধরে তারা। ভয়ে কাঁপতে শুরু করেন সকলে।

জিৎ বলেন, ‘গাড়ির তেতরে বসে আমি শুনতে পাচ্ছিলাম, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল ওরা। আমাদের খুবই ভয় করছিল। তারপরই আমার মাথায় বুদ্ধি খেলে যায়। আমি কাঁচ নামিয়ে ওদের নিজের মুখটা দেখাই এই ভেবে, যদি আমাকে ওরা চিনতে পারে… যদি আমাদের ছেড়ে দেয়।’

ডাকাতদলের যে লিডার, সে প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না গাড়ির মধ্যে জিৎ আছেন। তারপর বুঝতে পেরেই ছুটে আসেন।

জিৎ বলেন, ‘আমাকে চিনতে পেরে মানুষটাকে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে দেখি। যে মানুষ কিছুক্ষণ আগেও গুন্ডামি করছিল, খারাপ কথা বলছিল, আমার মুখটা দেখেই বিগলিত হয়ে গেল। উল্টো তার স্ত্রীকে ‘পুষ্পার মা’ বলে ডাকতে শুরু করল।’

এই ঘটনার পর জিৎ বুঝেছিলেন, অভিনয় পেশা থেকে তিনি ঠিক কতখানি পেয়েছেন। এই পেশা তাকে পরিচিতি দিয়েছে আর সেই সঙ্গে দিয়েছে মানুষের ভালোবাসাও।

জিৎ বলেছেন, ‘আমি বুঝতে পারি, এই পেশার মাহাত্ম্য ঠিক কতখানি। একশো কোটি টাকার মালিক হলেও, যদি পরিচিতি না থাকে, লুট হয়ে যেতে সময় লাগবে না। ওই ঘটনার পর অভিনয় পেশার কাছে আমি কৃতজ্ঞ।’

About somoyer kagoj

Check Also

নতুন গল্পে ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’, শুরু হলো শুটিং

বিনোদন প্রতিবেদক: তরুণদের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের ধারাবাহিক নাটক নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *