শাহজালাল (ফারুক)
বাংলাদেশের খ্যাতনামা শ্রমিক নেতা, মেহনতি শ্রমিকের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর আদমজী জুট মেইলের সাবেক সিবিএ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পাটকল শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উপদেষ্টা আবুল খায়ের খাজা কে গত ৩ মার্চ সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা শ্রম আদালতের প্রতিনিধি নির্বাচিত করায় বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি এম কে আলম সরকার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, তাঁর এই নিয়োগ কেবল একজন যোগ্য নেতার প্রতি রাষ্ট্রের আস্থার প্রতিফলন নয়, বরং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অবদান রাখার যথার্থ স্বীকৃতি।
আবুল খায়ের খাজা তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে সবসময় বাংলাদেশের মেহনতী শ্রমজীবী মানুষ ও শিল্প উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। আমরা আশাবাদী, তাঁর সুদীর্ঘ সংগ্রমী জীবনে শ্রমিক আন্দোলনের কর্মদক্ষতা ও বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা শ্রম আদালতের কার্যক্রমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন সর্বদা আনার পাশে আছে এবং ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে বিএসইউএ সফলতা কামনা করে।