Thursday , March 20 2025

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে জমজমাট মাদ্রিদ ডার্বি

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় এই মৌসুমেই দু’বার মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচেই একই ফল ১-১ গোলে ড্র। এবার আরও দু’বার মদ্রিদ ডার্বি উপভোগ করবে ফুটবলপ্রেমীরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মুখোমুখি মাদ্রিদের এই দুই দল।

প্রথম লেগে আজ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল। আজকের জয়ী দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে।

স্প্যানিশ লা লিগায় যা তা, ইউরোপিয়ান প্রতিযোগিতা এলেই অ্যাটলেটিকোর বিপক্ষে জ্বলে ওঠে রিয়াল মাদ্রিদ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দু’বার অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিলো রিয়াল। দু’বারই জিতেছিলো রিয়াল মাদ্রিদ। ২০১৩-১৪ এবং ২০১৫-১৬ মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিলো দুই দল।

তবে, এবারের মৌসুমে লা লিগায় রিয়ালের চেয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে বার্সেলোনা, দ্বিতীয় অ্যাটলেটিকো এবং তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।

রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নরা এবার রয়েছে ১৬তম শিরোপার আশায়। অ্যাটলেটিকোকে হারাতে পারা মানে বড় একটি বাধা অতিক্রম করা। কারণ, কোচ দিয়েগো সিমিওনের অধীনে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভালো ফুটবল খেলছে তারা এবারের মৌসুমে। তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। যা রিয়ালের জন্য হতে পারে মারাত্মক বিপজ্জনক।

ফাইনালে মাঠে নামার আগে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র বলেন, ‘আমরা টুর্নামেন্ট থেকে খুব দ্রুত বের হয়ে যেতে চাই না। যদি না কোনো মারাত্মক ভুল করে থাকি।’

এই ম্যাচে মাঠে নামার আগেই লা লিগায় রিয়াল বেটিসের কাছে২-১ গোলে হেরেছিল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র ওই ম্যাচে তারা যে বাজে খেলেছিলেন, সেটা স্বীকার করে নিয়ে বলেন, ‘আমি মনে করি শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে আমরা খুব বাজে খেলেছি। আমাদের অনেক ঘাটতি ছিল। আমরা অনেক ভুল করেছি, ডিফেন্সে ছিলাম খুব বাজে। সবকিছুই বাজে ছিল।

‘আগের ম্যাচে যা ঘটেছে, আগামী ম্যাচে আমরা সেগুলো ঘটতে দেবো না। কোনো ভুল-চুক হবে না আশা করি। কারণ, এটা নকআউট ম্যাচ। যদি এখানে কোনো ভুল করেন, তাহলে আপনাকে বাড়ি চলে যেতে হবে। আমরা চাই না, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে।’

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি মনে করেন রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটা বিচ্ছিন্ন একটি ঘটনা। এটার জের টানতে হবে না দলকে। তিনি বলেন, ‘বেটিসের বিপক্ষে ম্যাচে আমাদের অ্যাটিটিউডে সমস্যা ছিল। আশা করি, এটা ছিল একটি স্বতন্ত্র ঘটনা। আজকের ম্যাচটা হবে খুবই কঠিন। এমনকি দ্বিতীয় লেগে গিয়েও নিশ্চিত হতে পারে কে জিতবে। কঠিন লড়াই হবে বলে মনে হচ্ছে।’

About somoyer kagoj

Check Also

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে ইতিহাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *