Thursday , March 20 2025

ভোটকে আমরা যুদ্ধে পরিণতি করেছি: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকে আমরা যুদ্ধ বা বিশেষ কিছুতে পরিণত করেছি। এটা যুদ্ধ নয়, উৎসব। আমরা স্বচ্ছ, সুন্দর ভোট উৎসব চাই। নির্বাচনে আমরা হানাহানি বা অনিয়ম দেখতে চাই না।

রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন ইসি।

ইসি সানাউল্লাহ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্রের উত্তরণে, নাগরিকদের ভোটে আস্থা ফেরানো ও নির্বাচন ব্যবস্থার উন্নতির একটি বাস্তব অবস্থা তৈরি হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আমরা সন্তুষ্ট হতে চাই। এজন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ চলছে। এই হালনাগাদ কার্যক্রম শেষে ৩০ জুনের মধ্যে আবারো একটা ভোটার তালিকা পাওয়া যাবে।

তিনি বলেন, আমরা ভোটকে যুদ্ধ বা বিশেষ কিছুতে পরিণত করেছি, এটা যুদ্ধ নয়, উৎসব। স্বচ্ছ সুন্দর ভোট উৎসব চাই, আমরা হানাহানি, অনিয়ম দেখতে চাই না নির্বাচনে। গত তিন মাসে ৮০ হাজারের বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো যদি সঠিক না হয়ে থাকে এর দায় কাউকে না কাউকে নিতে হবে। এর পুরো দায় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ইসি ভালো নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সবার সহযোগিতা চাই সুষ্ঠু নির্বাচন আয়োজনে। জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে যাতে প্রতারণা না হয় সেজন্য একটি ভালো নির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, চারদিকে সংস্কার আর সংস্কার, ইসিতে কি সংস্কার হবে না? স্বচ্ছতা নিশ্চিতে খোলা মাঠে ভোট করতে চাই, আবদ্ধ রুমে নয়। এজন্য সবার সহযোগিতা চাই।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেউ বলে সব দলের অংশগ্রহণ, আমি মনে করি এর পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। বর্তমান কমিশন কথায় নয় কাজে দেখাতে চায়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন ও বিধি অনুযায়ী কাজ করবে কমিশন।

About somoyer kagoj

Check Also

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *