Thursday , March 20 2025

প্রধান উপদেষ্টার কাছে ছেলের জন্য দোয়া চাইলেন নাহিদের মা

নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিতে সপরিবারে এসেছিলেন নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। এসময় নাহিদ ইসলামের মা প্রধান উপদেষ্টার কাছে ছেলের (নাহিদ) জন্য দোয়া চান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান।

ফেসবুকে দেওয়া পোস্টে শফিকুল আলম লিখেন, নাহিদ ইসলামের স্ত্রী, বাবা-মা ও ছোট ভাইও মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছিলেন। জুলাই বিদ্রোহের শীর্ষ নেতা তার পদত্যাগপত্রে সই করে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার সময় তারা তার পাশে দাঁড়িয়েছিলেন। অধ্যাপক ড. ইউনূস আবেগপ্রবণ নাহিদকে আলিঙ্গন করলেন। এরপর তিনি নাহিদ ও তার পরিবারের সঙ্গে একটি ছবি তুললেন। এসময় নাহিদের মা তার ছেলের জন্য দোয়া চাইলেন।

এর আগে, নাহিদ ইসলাম মন্ত্রিসভার (উপদেষ্টা পরিষদের) সব সদস্যের সঙ্গে ছবি তোলেন। তারা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং সংক্ষিপ্ত এক বৈঠক করেন।

এদিকে, প্রধান উপদেষ্টা বরাবর লেখা পদত্যাগপত্রে নাহিদ ইসলাম বলেন, আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। প্রথমেই আমি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরে ছাত্র-জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

তিনি বলেন, বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ৮ আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই।

‘নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র-জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি। ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি।’

পদত্যাগপত্রে নাহিদ আরও বলেন, এমতাবস্থায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চাচ্ছি। আমার পদত্যাগপত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয় অনুরোধ করছি।

About somoyer kagoj

Check Also

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *