Thursday , March 20 2025

‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

বিনোদন ডেস্ক:

মহিলাদের উপর ঘটে চলা একের পর এক নারকীয় ঘটনায় রীতিমত শঙ্কিত বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। এমনকি ভারতীয় নারী হিসেবে নিরাপত্তাহীনতাতেও ভোগেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী সুরক্ষা নিয়ে এমনটাই জানালেন অভিনেত্রী।

বিনোদন জগতেও নারী হেনস্থার উদাহরণ কম নয়। নিজের কর্মক্ষেত্রও নিয়ে আশঙ্কার পাশাপাশি, অন্যান্য ক্ষেত্রেও মহিলাদের নিরাপত্তা আদৌ সুনিশ্চিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি। হেমা কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা করেছেন তিনি।

প্রসঙ্গত, গত বছর অগস্টে হেমা কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। যেখানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে মহিলাদের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে। এরপরই একে একে বেশ কয়েকজন অভিনেত্রী মুখ খুলতে শুরু করেন।

হেমা কমিটির এই রিপোর্ট নিয়ে ভূমি বলেন, ‘ভারতের সব ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের নিয়ম মেনে চলা হয় না। কয়েকটি ভাষার বিনোদন জগতেই মানা হয়। এই রিপোর্ট যে ঘটনাগুলি প্রকাশ্যে এনেছে, তা নির্মমতার দৃষ্টান্ত। এই ধরনের ঘটনা যেভাবেই হোক বন্ধ করতে হবে।’

কাছের মানুষদের নিয়েও একইরকম চিন্তা প্রকাশ পেয়েছে ভূমির কণ্ঠে। অভিনেত্রী বলেন, ‘আমার এক বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ওর যখন বাড়ি ফিরতে রাত হয়, আমি ভীষণ টেনশনে থাকি। নানা রকম চিন্তা মনের মধ্যে ঘোরাফেরা করে। ভয়ে কুঁকড়ে থাকি। একজন ভারতীয় নারী হিসেবে বাহিরে বের হলে আমিও নিরাপত্তাহীনতায় ভুগি।’

খবরের শিরোনামে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দেখতে দেখতে যে ক্লান্ত হয়ে পড়েছেন, সে কথাও এই সাক্ষাৎকারে বলেছেন ভূমি। বর্তমানে ভারতে নারীরা নিরাপদে চলাফেরা করতে পারেন না, সেটাও উঠে এসেছে অভিনেত্রীর বয়ানে।

About somoyer kagoj

Check Also

প্রেম ও বন্ধুত্বের গল্পে তৌসিফ-তটিনী

বিনোদন রিপোর্ট: তৌসিফ-তটিনী জুটি হয়ে আজকাল অনেক গল্পেরই নায়ক-নায়িকা হচ্ছেন। পাচ্ছেন সফলতাও। তবে এই ঈদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *