Thursday , March 20 2025

নন্দীগ্রামে তৃণমূলে একাট্টা বিএনপি,বেড়েছে সাংগঠনিক তৎপরতা 

এমদাদুল হক, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে একাট্টা হয়েছে তৃণমূল নেতাকর্মী। উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম ইউনিটের সাবেক-বর্তমান নেতারা নানা কর্মসূচিতে তৎপর হয়েছেন। 

গতকাল রোববার বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের বার্তা বাস্তবায়নে প্রত্যেক ইউনিটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জনকল্যাণমুখী কাজ এবং সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কোনো কর্মকান্ডে কেউ জড়িত হলে তাকে দল থেকে বিতারিত করা হবে বলেও সতর্ক করেন। 

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা হাসেম আলী, আব্দুল হাকিম, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, আবু বক্কর সিদ্দিক এলআর, সানাউল হোসেন, মাহবুবুল আলম, শাহ আল হেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, জাহাঙ্গীর আলম সবুজ, আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, হারুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আর এইচ নুরনবী, নাজমুস সাকিব প্রমূখ।

About somoyer kagoj

Check Also

ওসি মনজুর কাদের ভুইঁয়াকে দ্রুত প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলার চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *