Thursday , March 20 2025

নতুন সিজনে মারজুক ও চাষী

বিনোদন ডেস্ক:
চার বছর আগে মারজুক রাসেল ও চাষী ইসলাম অভিনীত মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হওয়া ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিলো। তিন শতাধিক পর্ব প্রচারিত হয়েছে নাটকটির। দর্শকদের চাহিদার কারণে এবার তৈরি হলো সিজন ২। পর্দায় আনছে যথারীতি মাছরাঙা টেলিভিশন।

চ্যানেল কর্তৃপক্ষ জানায়, ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এই সিজন।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, তানজিকা আমিন, চাষী ইসলাম, সাঈদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সালহা খানম নাদিয়া, শামীমা নাজনীন, সাদিয়া তানজিন, বাপ্পি আশরাফ, মিষ্টি ঘোষ, মারুফ মিঠু, রিমু খন্দকার, আনোয়ার হোসাইন, হানিফ পালোয়ান, অর্পন, মাসুদ হারুন প্রমুখ।

নির্মাতা জানান, প্রথম সিজনের শেষের দিকে যে মানুষগুলো অফলাইনে চলে গিয়েছিলো তার ভেতর সবথেকে বড় নাম কণা। এই গল্পের শুরুতেই কণা ফিরে এসে রন্টুকে খুঁজতে থাকে। রিশাদের সাথে দেখা হয় তার। রকির সাথে দেখা হয়। কিন্তু কেউ তাকে রন্টুর খোঁজ দেয় না।

এদিকে এই সিজনের নতুন চরিত্র ইমরান, পেশায় টেলিভিশন বিজ্ঞাপনের কাস্টিং ডিরেক্টর, স্বভাবে ভয়াবহ রোমান্টিক।

ধারাবাহিকটি সম্পর্কে পরিচালক সাগর জাহান বলেন, ‘এটি মূলত একটি ট্রেন্ডি প্রোডাকশন। গল্পে অনেক টুইস্ট আছে। প্রথম সিজনের মতো এই সিজনও দর্শকদের আনন্দ দিবে। আসলে দর্শকদের ভালোবাসা থেকেই সিজন ২ করার উৎসাহ পেয়েছি। আমার বিশ্বাস এবারও দর্শকদের মন জয় করবে নাটকটি।’

About somoyer kagoj

Check Also

প্রেম ও বন্ধুত্বের গল্পে তৌসিফ-তটিনী

বিনোদন রিপোর্ট: তৌসিফ-তটিনী জুটি হয়ে আজকাল অনেক গল্পেরই নায়ক-নায়িকা হচ্ছেন। পাচ্ছেন সফলতাও। তবে এই ঈদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *