Thursday , March 20 2025

মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১০ দিনে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় ১০ দিনে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

১০ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুত শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ কমপক্ষে ৩৫টি লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান, ওয়াই১২ বিমান, হেলিকপ্টার ও মোটরচালিত প্যারাগ্লাইডার দিয়ে হামলা চালায় জান্তা বাহিনী।

মাগওয়ে, সাগাইং, মান্দালয়, তানিনথারি অঞ্চল এবং রাখাইন, কাচিন, শান, মন এবং কারেনি (কায়া) রাজ্যে এসব বিমান হামলার খবর পাওয়া গেছে।

তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি গত বুধবার রাতে নাওংঘকিওতে আবাসন এবং একটি সরকারি হাসপাতালে বিমান হামলার খবর দিয়েছে। উত্তরাঞ্চলীয় শান রাজ্য শহরটি সশস্ত্র গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে।

এই সপ্তাহে টিএনএলএ ইউনান প্রদেশের কুনমিংয়ে চীনের মধ্যস্থাতায় শান্তি আলোচনা পরিহার করেছে।

সশস্ত্র গোষ্ঠীটি বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে কারণ সরকার বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

টিএনএলএ জানিয়েছে, গত শনিবার একটি হারবিন ওয়াই১২ বিমান নওনঘকিও টাউনশিপ গ্রামে ৩৮টি বোমা ফেলেছে।

১০ ফেব্রুয়ারি উত্তর মান্দালয় অঞ্চলের টিএনএলএ-নিয়ন্ত্রিত রুবি শহরের মোগোকে প্রায় ২০টি বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। এতে পাঁচজন বেসামরিক লোক নিহত ও ১৯ জন আহত হয়।

তাছাড়া বুধবার জান্তার যুদ্ধবিমান কাচিন রাজ্যের মোমাউক টাউনশিপের কমপক্ষে তিনটি গ্রামে বোমা হামলা চালিয়েছে। এতে একটি পরিবারের সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার কাচিন রাজ্যের ভামো টাউনশিপে জান্তার বিমান হামলায় তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে, যেখানে কাচিন স্বাধীনতা সেনাবাহিনী ও তার মিত্রদের সঙ্গে লড়াই চলছে।

About somoyer kagoj

Check Also

গাজায় এক রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল রাতে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এছাড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *