Thursday , March 20 2025

দীঘি আউট পূজা ইন!

বিনোদন ডেস্ক:

সমসাময়িক দুই নায়িকা, পূজা চেরী ও প্রার্থনা দীঘি। যদিও সিনেমা সফলতার বিচারে এগিয়ে পূজা, তবে নানাবিধ আলোচনায় কম পিছিয়ে নেই দীঘিও। তবে এবার দু’জনকে ঘিরে যা ঘটলো, তা আগে কখনও ঘটেনি।

কথা ছিলো, ‘টগর’ নামের মারকুটে সিনেমায় জুটিবদ্ধ হলেন আদর আজাদ ও দীঘি। জানুয়ারির ১ তারিখে এই দু’জনকে নিয়ে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজারও প্রকাশ করা হয়েছিল। অথচ এক মাসের ব্যবধানে, আজ (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত সিনেমার মোশন পোস্টারে দেখা গেলো আদর-পূজাকে!

নির্মাতা আলোক হাসান জানান, আদরের বিপরীতে এরমধ্যে দীঘি বাদ পড়েছেন। যুক্ত হয়েছেন পূজা। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

এরমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ক্যামেরা ওপেন হলেও শুটিংয়ের উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছেড়েছে দু’দিন আগেই।

শুটিং শুরু এবং নায়িকা পরিবর্তন প্রসঙ্গে আলোক হাসান বলেন, ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি মনে করি পূজা চেরীকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’

এদিকে নায়ক আদর আজাদ বলেন, ‘‘আসলে গত চার মাস যাবত এই প্রজেক্টের সঙ্গে ওঠা-বসা। মাঝখানে কেবল ‘পিনিক’র শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে ‘টগর’-এর, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’’

দীঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং-এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ হয়, আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।’

‘টগর’-এর কাহিনি ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম।সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

About somoyer kagoj

Check Also

প্রেম ও বন্ধুত্বের গল্পে তৌসিফ-তটিনী

বিনোদন রিপোর্ট: তৌসিফ-তটিনী জুটি হয়ে আজকাল অনেক গল্পেরই নায়ক-নায়িকা হচ্ছেন। পাচ্ছেন সফলতাও। তবে এই ঈদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *