স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুতর চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে তার।
বামহাতি ব্যাটার গতবাল শুরুর ওভারেই পেশীর চোটে আক্রান্ত হন। ঘটনাটা ঘটে ফিল্ডিং করতে গিয়ে বাজেভাবে মাটিতে পড়ে গেলে। তার ইনজুরি যে ভালোভাবেই প্রভাব ফেলেছিল, সেটা ম্যাচের পর জানান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
পিসিবি তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, ফখর জামানের ইনজুরি গুরুতর প্রকৃতির। সে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবে না। তার বদলি হিসেবে যোগ দিচ্ছেন ইমাম উল হক। আইসিসির টেকনিক্যাল কমিটি সেটার অনুমোদনও দিয়েছে।
ইমাম ২০২৩ সালের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ফখরের মতো আগ্রাসী ব্যাটার হয়তো নন। কিন্তু ওপেনার হিসেবে ভীষণ দুর্দান্ত তিনি। ৭২ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরি করেছেন। গড় ৪৮.২৭।