Thursday , March 20 2025

ওসি মনজুর কাদের ভুইঁয়াকে দ্রুত প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার জেলার চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে মামলা হওয়ায় পর এবার থানা থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাসহ সারা দেশ থেকে আগত সাংবাদিকরা। গতকাল সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিকদের যে অভিযোগ তুলে ধরা হয়েছে তাদের মধ্যে সারা বাংলাদেশের জন্য সাংবাদিকদের মধ্যে একটি আলোচিত ঘটনা। কক্সবাজার সদর থানা থেকে সাংবাদিক মনছুর আলম মুন্না’কে তুলে নিয়ে গিয়ে চকরিয়া থানায় অমানুষিক নির্যাতন চালানো ও মিথ্যা মামলায় কারাগারে চালান দেয়ার দায়ে বর্তমান চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়া’সহ আঁট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মনছুর আলম মুন্না। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডি পুলিশ সুপারকে সরাসরি তদন্তের নির্দেশ দেন আদালত।

এরপর থেকেই সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ সোচ্চার হয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন। ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পুরো জেলা জুড়েই টনকনড়ে বস। এরপর থেকেই কোণঠাসা হয়ে পড়েছেন ওসি মনজুর কাদের ভুইঁয়া।

ইতিমধ্যে ওসি মনজুর কাদের ভুইঁয়াসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলা হওয়ায় পর থেকেই একই স্থানে অর্থাৎ (চকরিয়া থানায়) বহাল তবিয়তে রয়েছে এই মামলার আসামিরা। তবে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে না নিলে মামলার পুলিশ রিপোর্টে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগী সাংবাদিক মনছুর মনছুর আলম মুন্না।

এবিষয়ে সংবাদ মাধ্যমে ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে একাধিক রিপোর্ট এবং আইজি ও ডিআইজি বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় ভুক্তভোগীসহ ঢাকাস্থ পেশাদার সাংবাদিকরা মিলে জাতীয় প্রেসক্লাবের সামনেই একটি মানববন্ধন করেছে। মানববন্ধনে সাংবাদিকদের উপস্থিতিতে সবাই তীব্র প্রতিবাদের পাশাপাশি ওসিসহ আঁট পুলিশকে চকরিয়া থানা থেকে সরিয়ে ডিআইজি রেঞ্জে সংযুক্ত করার দাবী জানিয়েছেন।

এদিকে ওসি মনজুর কাদের ভুইঁয়া’র বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং সাংবাদিক নির্যাতন আইনের মামলা হওয়ায় পরেও বহাল তবিয়তে থাকার কারণেও প্রশ্নবৃদ্ধ করেছে সাংবাদিকসহ সচেতন মহলের।

সকাল ১০ টা থেকে দুই ঘন্টার মানববন্ধনে সাংবাদিক নেতারা উপস্থিত থেকে তার বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দেন। পাশাপাশি অনতিবিলম্বে ওসিকে প্রত্যাহার ও মামলার তদন্ত প্রতিবেদনের উপর নির্ভর করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আয়োজন কমিটির প্রধান আকর্ষণ বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে চকরি থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুইঁয়াকে যদি অপসারণ করা না হয় তাহলে পুরো জেলা উপজেলা জুড়ে কঠিন কর্মসূচির আয়োজন করা হবে। হত্যা মামলা এবং সাংবাদিক নির্যাতন আইনের মামলার আসামি কীভাবে একটি থানায় গুরত্বপূর্ণ দায়িত্বকে প্রশ্নবৃদ্ধ করা হচ্ছে এবং তাকে কেন অপসারণ করা হচ্ছেনা এনিয়েও প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক সংগঠনের নেতা।

এবিষয়ে আয়োজন কমিটির বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক। কোন সাংবাদিক কোন পুলিশের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে আক্রমণ করেনি। কিন্তু পুলিশ কেন সাংবাদিকদের নির্যাতন চালায়। এটি শুধু সাংবাদিক মনছুর আলম মুন্নার জন্য হুমকি না। এটি সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি মর্মান্তিক ঘটনা। ওসির এমন কান্ডে পুরো দেশ জুড়েই একটি ডিপার্টমেন্টকে কলুষিত করেছে। ওসি মনজুর কাদের ভুইঁয়াকে থানা থেকে সরিয়ে নেয়ার জোর দাবি জানিয়ে তার বিরুদ্ধে হওয়া মামলার যেন সঠিক বিচার হয় সেই প্রত্যাশা ব্যাক্ত করেছেন এই সাংবাদিক নেতা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সকল সাংবাদিকগণ ওসি মনজুর কাদের ভুইঁয়ার বিরুদ্ধে রুখে দাড়িয়ে প্রতিহত করতে বক্তব্য দেন।

About somoyer kagoj

Check Also

নন্দীগ্রামে তৃণমূলে একাট্টা বিএনপি,বেড়েছে সাংগঠনিক তৎপরতা 

এমদাদুল হক, বগুড়া বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে একাট্টা হয়েছে তৃণমূল নেতাকর্মী। উপজেলা পর্যায় থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *