Thursday , March 20 2025

বাংলাদেশ পুলিশ নিয়ে সাবেক আইজি বেনজীর এর কর্মকান্ডের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি সোশাল মিডিয়ায় পতিত ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দলদাস, অসংখ্য হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি সাবেক আইজি বেনজীর আহমেদ অজ্ঞাতবাস থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে যে অবমানকর ও রাষ্ট্রের সাথে ষড়যন্ত্রমূলক মন্তব্য করেছে, তার প্রতি বাংলেদশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা তার বক্তবের তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
এই কুখ্যাত বেনজীর গং এর নজীরবিহীন দলবাজি ও দুর্নীতির কারণেই বাংলাদেশ পুলিশ সকল পুলিশি কার্যক্রম ও সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে আওয়ামী দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। পুলিশকে ডুবিয়ে বেনজীর গং সম্পদের পাহাড়ে আরোহণ করেছিল। গত ১৬ বছরে তাদের অপকর্মের কারণেই পুলিশকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এই গংএর নেতৃত্বেই বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে কলুষিত হয়েছে, এলিট বাহিনী র‍্যাবকে আন্তর্জাতিকভাবে একরকম নিষিদ্ধ বাহিনীতে পরিণত করা হয়েছে।

তার নজিরবিহীন দাম্ভিকতা ও অপকর্মের জন্য তার নিজ প্রভুরাই তাকে পরিত্যাগ করেছিল। আজ সেই পরিত্যক্ততা ভুলে সেই দলেরই সেবাদাসত্ব করার জন্য পুলিশকে আবারও ব্যবহার করার পাঁয়তারা করছে এই মাফিয়া গ্যাং লিডার। অথচ স্বীয়কর্ম হাসিলের পর জনতার বাঁধভাঙ্গা বিপ্লবের তোড়ে অদৃশ্য হয়ে যাওয়া এই কুলাঙ্গার গং এর কৃতকর্মের ঝাল সাধারণ মানুষ মিটিয়েছে দৃশ্যমান সাধারণ পুলিশের উপর। অজস্র প্রতিকূলতা সত্ত্বেও দেশের নিরীহ সাধারণ পুলিশ ওদের মত পালিয়ে যায়নি, তারা নতুনভাবে সংগঠিত হয়ে মানুষের সেবা করে যাচ্ছে।
সেই পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পাঁয়তারা করছে ফেরারি বেনজীর। অনেক পুলিশ অফিসারকে সে আগের মতই বিপদে ফেলে ফায়দা লোটার পাঁয়তারা করছে। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি তার এই অপচেষ্টার আবারও তীব্র নিন্দা জানাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ পুলিশ আর কারো পাতানো ফাঁদে পা দিবে না, ইনশাআল্লাহ।

এক্ষণে, সরকারের কাছে আমাদের দাবিঃ
১। অবিলম্বে এই কুখ্যাত পলাতক আসামিকে আইসিটির মামলায় ওয়ারেন্টের দ্বারা ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

২। তার সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত এবং নিলামে বিক্রয় করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে দিতে হবে এবং আহতদের চিকিৎসায় ব্যয় করতে হবে।

৩। তার ও শেখ হাসিনাসহ শীর্ষ আওয়ামী নেতাদের সকল হত্যা মামলা অবিলম্বে আইসিটিতে স্থানান্তারিত করতে হবে এবং শক্তিশালী আইসিটি তদন্ত টিমের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করতে হবে।

About somoyer kagoj

Check Also

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *