তাবারক হোসেন :
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের কৃতি সন্তান বারবার কারা নির্যাতিত, রাজপথ থেকে বেড়ে ওঠা, লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রাম করে জয় ছিনিয়ে আনা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান (নাহিন) তার নিজ এলাকা কালকিনির বিভিন্ন ইউনিয়নে-যেমন সাহেব রামপুর, রমজানপুর, সিডি খান, শিকারমঙ্গল ও ডাসারের দুঃসময় নেতা-কর্মীদের খোঁজ খবর নেন, তাদের কথা শোনেন এবং সব সময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। গত ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর কালকিনির বিভিন্ন মহলের স্থানীয় নেত-কর্মীদের নিয়ে কামরুজ্জামান নাহিন গ্রামের প্রান্তিক মানুষ ও বস্ত্রহীনদের খোঁজ খবর নেন।
কামরুজ্জামান নাহিন বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অপশক্তির কারণে দেশের সাধারণ জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে নাই। দেশের উন্নয়নের নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে, এই দেশের মানুষ আর শেখ হাসিনাকে দেখতে চায় না।
কামরুজ্জামান নাহিনের সফরসঙ্গী হিসেবে ছিলেন, ঢাকা মহানগর কৃষক দলের সদস্য মোশারফ হোসেন মামুন ও আগস্ট বিপ্লবে স্বৈরাচার হাসিনা পতনে চোখ হারানো উপজেলা যুবদল নেতা মো. বাসেত। উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ন আহ্বায়ক মো. আলী, যুগ্ন আহ্বায়ক ইমারাত হোসেন ইমু, যুগ্ন আহ্বায়ক সাব্বির হাওলাদার, যুগ্ন আহ্বায়ক লালন হোসেন, যুগ্ন আহ্বায়ক শাহিন, যুগ্ন আহ্বায়ক আমিনুল, ২ নং সদস্য রাজিব বেপারী, ডাসার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বনি আমিন ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবনেতা ও সাবেক ছাত্রনেতা রাশেদ বেপারি, সুমন আকন, লিটনসহ ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি সুজন খান, সাহেব রামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিব, সদস্য সচিব সাইফুল মাল, ১ নং সদস্য কাশেম হাওলাদার ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।