Tuesday , January 14 2025

আসছে দুই চলচ্চিত্র ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’

বিনোদন প্রতিনিধি:

নির্মিত হয়েছে ‘নারী’ ও ‘ডানপিটে ছেলে’ নামের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সম্প্রতি প্রকাশ হয়েছে এগুলোর টিজার। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে আমান রেজা, কাজী নওশাবা আহমেদ, মো. ইকবাল হোসেন, এল আর খান সীমান্ত, পূর্ণিমা বৃষ্টি, সঞ্চিতা দত্ত, সালমান কায়সার রানা, মো. মাসবাউল মন্ডল সোহান, তৌহিদুল ইসলাম তাইফ প্রমুখকে।

আবদুল্লাহ জহির বাবুর গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। তিনি বলেন, ‘এ সময়ে লগ্নি করে টাকা তুলে আনা বিশাল একটা ব্যাপার। সেই জায়গা থেকে প্রযোজক খসরু পারভেজ রুমী ভাই আমার প্রতি আস্থা রেখেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি সময়ের চাহিদার কথা মাথায় রেখে ভিন্ন ঘরানার দুটি কাজ উপহার দেওয়ার। আশা করছি দর্শক এগুলো উপভোগ করবেন।’

চিত্রনায়ক আমান রেজা বলেন, ‘নতুন বছরে নতুন দুটি কাজ পেতে যাচ্ছেন দর্শকরা। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও পুরো টিম দারুণ করেছেন। এ সময়ের দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট দুটি নির্মিত হয়েছে। ভিন্ন ঘরানার দুটি কাজ আসতে যাচ্ছে। সবাই অ্যালার্ট বাংলাদেশের সঙ্গে থাকবেন।’

নিজেদের আত্মরক্ষার গল্প তুলে ধরা হয়েছে জানিয়ে নওশাবা বলেন, ‘‘নারী’ আমার করা অন্যরকম একটি কাজ। বিশেষ করে নারীদের এই কাজটি দেখা উচিত। এটি দেখলে নারীরা বুঝতে পারবেন কীভাবে আত্মরক্ষা করা যায়। আমি যোদ্ধা, কামব্যাক করে আজ এখানে দাঁড়িয়ে আছি। এভাবেই মেরুদন্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে চাই। নতুন বছরে দর্শকরা দারুণ দুটি কাজ পেতে যাচ্ছেন।’

আরেক অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘ডানপিটে ছেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাস্তবধর্মী গল্পে নির্মিত হয়েছে। এমন বাস্তব ঘরানার গল্পে কাজ করতে পেরে ভালো লাগছে। চরিত্রটি চ্যালেঞ্জিং। সবারই উচিত নিজেদের আত্মরক্ষার জন্য কলা শেখা, যা এই গল্পে তুলে ধরা হয়েছে। পরিচালকের সঙ্গে প্রথম কাজ হলেও দারুণ একটি কাজ দর্শকরা পেতে যাচ্ছেন।’

নতুন বছরে নতুন প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে বিনোদনভিত্তিক কনটেন্ট নির্ভর নতুন ইউটিউব চ্যানেল ‘অ্যালার্ট বাংলাদেশ’। এই চ্যানেলটিতেই প্রকাশ হবে দুটি চলচ্চিত্র।

About somoyer kagoj

Check Also

কনসার্টে হানিয়াকে জড়িয়ে ধরলেন বাদশা, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ভারতীয় র‍্যাপার বাদশার প্রেম এখন ওপেন সিক্রেট। তাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *