মো: আব্দুল্লাহ আল মামুন:
যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা গত ১৬-১৭ বছর মানুষকে জিম্মি করে রাখছে। সাধারণ মানুষ স্বাধীনভারে তার মত প্রকাশ করতে পারে নাই। তিনি আরও করেন, শেখ মুজিব যেমন ৭১ সালে যুদ্ধ বাধিয়ে পালিয়ে গিয়ে পাকিস্তান কারাগারে আশ্রয় নিয়েছেন, তদ্রুপ তার মেয়ে হাসিনা বাবার পদাংক অনুসরণ করে গোটা জাতিকে ১৬ টি বছর নির্যাতন ও জিম্মি করে লাখ লাখ কোটি টাকা পাচার করে ২৪ এর গণবিপ্লবের মুখে পরাজিত হয়ে ভারতে পালিয়ে যান।
গত বুধবার বিকাল ৩ ঘটিকার সময় ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানার ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত কায়েৎটুলির পুলিশ ফাড়ির মোড়ে শত শত নেতাকর্মীর উপস্থিতির মধ্যদিয়ে যুবদলের এক কর্মী সভায় তিনি একথা বলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বার বার কারানির্যাতিত নেতা ৩৩ নং ওয়ার্ড যুবদলের আহব্বায়ক ওমর ফারুক অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজু হায়দার, সদস্য সচিব, ৩৩নং ওয়ার্ড বংশাল থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।
এ সময় উপস্থিত ছিলেন, রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব, যুবদল, ঢাকা দক্ষিণ, এম.এ গাফফার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। ইকবাল হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক, যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ। মোঃ শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক, যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।