Tuesday , January 14 2025

মালয়েশিয়ায় দৈনিক সময়ের কাগজ এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ এলাহী মালয়েশিয়া প্রতিনিধি:

জন্মের পর থেকে জ্বলতে জ্বলতে মাথা নত না করে সময়ের কাগজ আজ ১৮বর্ষে পা রাখলো। এই স্লোগানকে সামনে রেখে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দেশের বাইরে গত বৃহস্পতিবার রাত ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে পেনাং রাজ্য, একটি রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বিজয়ের মাসে ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। দৈনিক সময়ের কাগজ মালয়েশিয়া প্রতিনিধি মোঃ এলাহীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রেসক্লাব অব বাংলাদেশ সভাপতি দৈনিক রূপালী বাংলাদেশ এ রিপোর্টার মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য মালয়েশিয়া প্রেসক্লাবের অব বাংলাদেশ এর সহ-সভাপতি মো. আবির হোসেন, আর টিভির ও ঢাকা পোষ্টের প্রতিনিধি এস এ সৌরভ, এখন টিভির মালয়েশিয়া প্রতিনিধি তারেক শাহরিয়ার, দৈনিক সময়ের কাগজ পেনাং প্রতিনিধি মোঃ আলামিন ইসলাম (টুটুল) মোঃ ফিরোজ মোল্লা, অ্যাসোসিয়েশনের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবদুল মোমিন জাহেদী, জহিরুল ইসলাম জহির, জালাল উদ্দিন সেলিম, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক মো. বশির আহমেদ ফারুক। প্রধান অতিথির বক্তব্যে, মো. মনির হোসেন বলেন, বিজয়ের মাসে দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সময়ের কাগজ এর জন্মদিন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দৈনিক সময়ের কাগজ বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, দেশের ন্যায় প্রবাসীদের সুখ-দুঃখের খবর আন্তরিকতার সঙ্গে সংবাদ প্রচার করতে সচেষ্ট থাকে। পাশাপাশি সৃজনশীলতার বিকাশে প্রশংসার দাবি রাখে। সত্য প্রকাশে কখনও পিছপা হয়নি। দেশের শিল্প-সংস্কৃতির সমস্যা ও সম্ভাবনার কথা প্রকাশ করে এ অঙ্গনকে সমৃদ্ধ করে যাচ্ছে শুরু থেকেই। লন্ডন ইউরো বাংলার সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন জাহেদী তার বক্তব্য বলেন, ১৭ বছর অত্যন্ত সুনামের সঙ্গে পার করা শুধু দৈনিক সময়ের কাগজ কর্ণধার ও কর্মীদেরই কৃতিত্ব নয়, এর পেছনে পাঠকদেরও কৃতিত্ব।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *