Tuesday , January 14 2025

এনআইডির নতুন মহাপরিচালক হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন এ এস এম হুমায়ুন কবীর। তিনি ওএসডি হওয়া মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

গত মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ওএসডি) এএসএম হুমায়ুন কবীর।

গত ৬ নভেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করেছে সরকার। তখন থেকে পদটি ফাঁকা ছিল।

About somoyer kagoj

Check Also

ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

আন্তর্জতিক ডেস্ক:পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *