শিপু সাজ্জাত, চাঁদপুর প্রতিনিধি:
গতকাল ২৭ নভেম্বর ২০২৪ চাঁদপুর শীতার্তদের মাঝে বিতরণের জন্য আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে শীতবস্ত্র হস্তান্তর করা হয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীত বস্ত্র হস্তান্তর করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিকট চারশত ত্রিশ পিস কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন।
আশার পক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করেন আশার জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ উদ্দিন এ সময় অন্যদের মাঝে উপস্থিত, ছিলেন আশার ফরিদগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ সাজ্জাত আলী, এস এম ই শাখার সিনিয়র ম্যানেজার মোঃ শাহ আলম, চাঁদপুর সদর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ, শাখাওয়াত হোসেন, ষোলঘর শাখার ম্যানেজার আরশাদ আলী, সহকারী ম্যানেজার সিদ্দিকুর রহমান প্রমূখ।বেসরকারি সংস্থা আশার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।