Thursday , March 20 2025

বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজ সামনে রেখে গেল কদিন মিরপুরে টানা অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠের এই সিরিজে আরেকটি চ্যালেঞ্জও আছে বাংলাদেশের সামনে। সামনেই নারী বিশ্বকাপ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।

পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে পরপর ৬ টি ম্যাচ জিততে হবে বাংলাদেশের। অবশ্য আয়ারল্যান্ড সিরিজের আগে এসব নিয়ে ভাবছেন না জ্যোতি। তিনি জানিয়েছেন আপাতত সিরিজেই নজর তাদের।

আজ মঙ্গলবার প্রথম ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়ানডে বিশ্বকাপ নিয়ে জানতে চাওয়া হলে জ্যোতি বলেন, ‘বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।’

‘ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।’

নিজেদের মাটিতে আয়ারল্যান্ড নারীদের বিপক্ষে খুব বেশি চ্যালেঞ্জ দেখছেন না জ্যোতি, ‘আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।’

‘তবে এটা নিয়ে… আমি বলবো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেহেতু আমাদের ৬ পয়েন্ট নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ সিরিজটা। প্রতিটা ম্যাচ মূল্যবান। আমরা চেষ্টা করব দাপট দেখিয়ে খেলতে। আয়ারল্যান্ড আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে নিচে। যদি আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে না পারি, তাহলে বড় দলগুলোর বিপক্ষে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করব।’

About somoyer kagoj

Check Also

দেশে এসে উচ্ছ্বসিত হামজা, ভারতকে হারানোর আশাবাদ

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা। রমজানের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *