মোঃ এলাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) কুষ্টিয়া জেলা আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ইকবাল হোসাইন সাংগঠনিক সম্পাদক,ফিরোজ মাহমুদ (দায়িত্বপ্রাপ্ত খুলনা বিভাগ) জিয়া সাইবার ফোর্স,সফিকুল ইসলাম মহাসচিব ,নাসিফ ওয়াহিদ (ফাইজাল) চেয়ারম্যান এর অনুমোদিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
কমিটি অনুমোদন দেওয়া হয় মোঃ মমিনুল ইসলাম (সভাপতি) মোঃ রাজিবুল হাসান (রানা)(সিনিয়র সহ সভাপতি) ফারহেবা জামান (শাওন) কে (সাধারণ সম্পাদক )করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।বিগত স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ত্যাগী কর্মীরা কমিটিতে স্থান পেয়েছে।কমিটির অন্যান্যরা হলেন জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক , আলামিন ইসলাম ( টুটুল) প্রচার সম্পাদক,মিজু আহম্মেদ সহ সভাপতি
মোঃ এলাহি অর্থ বিষয়ক সম্পাদক,সাইদুল ইসলাম সহ- অর্থ বিষয়ক সম্পাদক, হাফিজুর রহমান সহ সভাপতি ,কামরুল হাসান সহ -সভাপতি,এন এম মুকুল সহ সভাপতি, সভাপতি,জেড এস জাহিদুল ইসলাম সিনিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক,আবু বেল্লাল হোসেন জিকু,যুগ্ম-সাধারণ সম্পাদক (বিশেষ দায়িত্বপ্রাপ্ত)।
রাজু আহম্মেদ (দুর্জয়) যুগ্ম-সাধারণ সম্পাদক, তন্ময় বিশ্বাস মিথুন যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহামুদুল হাসান (মুন্না)যুগ্ম-সাধারণ সম্পাদক, জুয়েল রানা সহ-সাংগঠনিক সম্পাদক,নাঈম রহমান ফারুক সহ-সাংগঠনিক সম্পাদক,জসিম উদ্দিনসহ-সাংগঠনিক সম্পাদক,মিল্টন দাদা সহ-সাংগঠনিক সম্পাদক,রাকিবুল ইসলাম রাকিব দপ্তর সম্পাদক,আলামিন ইসলাম টুটুল প্রচার সম্পাদক,মিলন শেখ সহ- প্রচার সম্পাদক, জিসান হোসেন সহ- প্রচার সম্পাদক, সোহেল আহমেদ কোষাধ্যক্ষ,মোঃ আবরার শাহরিয়ার জামান ছাত্র বিষয়ক সম্পাদক,মোঃ শাহিন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,নাফিজ শাহরিয়ার আলিফ তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক,মুসাব্বির হোসেন সহ-তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক,লিহাজ উদ্দিন নিশান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সদস্য ফিরোজ উদ্দিন,শাহেদ শিমুল ,আল মুজাহিদ মোঃ হৃদয়,সাজু আহম্মেদ,ইমরান খান,জুয়েল রানা,বুলবুল আহম্মেদ শিবলু,রবিন হোসেন প্রান্ত,রশিদুল হক,এমদাদুল করিম সজিব,ইসতেয়াক সৈকত,বকুল হোসেন,রানা বিশ্বাস,রুবেল আহম্মেদ।