Thursday , June 19 2025

শান্তকে নিয়ে শঙ্কার কালো মেঘ, অপেক্ষায় বিসিবি

স্পোর্টস ডেস্ক:


আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। যে কারণে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি টাইগার অধিনায়ক। ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকেও। এবার ওয়ানডে সিরিজে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে শর্ট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন শান্ত। পরে সেদিন মাঠে বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ম্যাচের আগে জানা যায় তার ছিটকে পড়ার বিষয়টি। এবার শঙ্কা জেগেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা নিয়েও। কুচকির সেই চোট এখনো সেরে উঠেনি শান্তর।

বিসিবির মেডিকেল বিভাগের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় আছেন বিসিবির নির্বাচকরাও। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করতে শান্তর জন্যই অপেক্ষা করছেন নির্বাচকরা। ঢাকা পোস্টকে বিসিবির এক নির্বাচক বলেন, ‘সে অধিনায়ক, তার জন্য আমরা অপেক্ষা করছি শেষ মুহূর্ত পর্যন্ত। এই সপ্তাহেই হয়ত দল দেওয়া হবে। এখন দেখা যাক।’

এদিকে, চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। এর মধ্যেই জানা গেছে, আঙুলের চোট সেরে না উঠায় খেলতে পারবেন না ওয়ানডে সিরিজও।

About somoyer kagoj

Check Also

ভোরে ঢাকায় এসে বৃত্ত পূরণ করবেন শামিত সোম

স্পোর্টস ডেস্ক: প্রথমে ফাহামিদুল ইসলাম, তারপর হামজা চৌধুরী। ইতালি ও ইংল্যান্ড প্রবাসী এই দুই ফুটবলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *