Monday , February 17 2025

২০২৫ সালে ভারতের কেরালায় খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি কিংবা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা- তাদের সমর্থন আছে পুরো দুনিয়াজুড়েই। বিভিন্ন টুর্নামেন্টে তাদের ভালো করার আশায় থাকেন সমর্থকরা।

একই সঙ্গে অনেকেরই ইচ্ছে থাকে, সামনে থেকে আলবিসেলেস্তেদের খেলা দেখার। উপমহাদেশে সেই সুযোগ মেলে কমই।
তবে ২০২৫ সালেই ভারতের কেরালা রাজ্যে দেখা যেতে পারে ‍লিওনেল মেসিদের। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান।

তিনি বলেন, ‘বিশ্বের এক নম্বর ফুটবল দল আর্জেন্টিনা ও লিওনেল মেসি কেরালায় আসছেন। এই হাই প্রোফাইল ফুটবল ম্যাচটি আয়োজনের জন্য সব আর্থিক সাহায্য রাজ্যের ব্যবসায়ীরা দেবেন। ’

ক্রীড়ামন্ত্রীর এমন কথা বলার কিছুক্ষণ পর রাজ্যের মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বার্তা দেন। তিনি লেখেন, ‘কেরালা ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর কেরালায় আসছে। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের চেষ্টা ও আর্জেন্টিনার সাহয্যের কারণে। ’

আবদুরাহিমান জানান, ম্যাচটির নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে সরাসরি থাকবে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে এখানে ফুটবল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনাকে এনে সেটি আরও বাড়াতে চান তারা।

About somoyer kagoj

Check Also

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

স্পোর্টস ডেস্ক:আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সি গ্রুপে ভারত, হংকং ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *