Monday , April 21 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন থেকেই। ভারত-পাকিস্তান দ্বৈরথ এবার প্রবেশ করেছে আইসিসির মেগা ইভেন্টের আয়োজন কেন্দ্র করে। খবর বেরিয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে পাকিস্তানের বিপক্ষে টেনে নিতে অর্থের লোভও দেখাচ্ছে বিসিসিআই। এরইমাঝে পাকিস্তানে ঘটেছে অন্য এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সোমবার করাচিতে টিম হোটেলে আগুনের ঘটনায় দেশটির জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হোটেলে আগুন লাগার ঘটনার পর পাঁচজন খেলোয়াড় অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পান। এরপরেই তাৎক্ষণিক সিদ্ধান্তে টুর্নামেন্ট সূচি একেবারেই কমিয়ে ফেলা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘সৌভাগ্যক্রমে, কোনো খেলোয়াড় আহত হননি। পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে ওই পাঁচ খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই-পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করা হয়েছে।’

পিসিবি দলগুলোর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেও, করাচিতে চলমান আইডিয়াস সামরিক প্রদর্শনী চলাকালে কারণে কোনো হোটেল খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।

অবশ্য এর পেছনে অন্য কারণও উল্লেখ করেছে পিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রয়োজনীয় মানের প্রায় ১০০ কক্ষের বিকল্প থাকার অভাব এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।’ অবশ্য টুর্নামেন্ট শেষ করার কথাও জানিয়েছে তারা। টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণের জন্য পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, চার রাউন্ডের ম্যাচের পর শীর্ষে থাকা দুই দল – ইনভিন্সিবলস এবং স্টার্স – ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালের তারিখ এবং স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের এই সময় ক্রিকেটারদের টিম হোটেলে আগুনের ঘটনাকে বেশ বড় করেই দেখছে পাকিস্তানের নেটিজেনরা। বিষয়টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে বাঁধা বলেও বিবেচনা করছেন অনেকেই। পাকিস্তানের নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ঠিক ঠিক ৩ মাস পার, ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে।

About somoyer kagoj

Check Also

বিসিবিতে দুদকের সেই অভিযান নিয়ে যা বললেন ফারুক

স্পোর্টস প্রতিবেদক:নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সম্প্রতি অভিযান পরিচালনা করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *