Thursday , July 10 2025

ওমরাহ শেষে রশিদের সঙ্গে হাস্যোজ্জ্বল সাকিব

স্পোর্টস ডেস্ক:

দেশের মাটিতে নিজের চাওয়া মতো শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের। খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে মাঠের বাইরে সাকিবকে খুব বেশি সময় থাকতে হচ্ছে না। আবু ধাবি টি-টেন লিগের দল ‘বাংলা টাইগার্স’ এর হয়ে খেলবেন সাকিব।

বাংলাদেশের দলের এই ক্রিকেটার সদ্যই ওমরাহ পালন করেছেন। এরপরেই যোগ দিলেন বাংলা টাইগার্স দলে। একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিন সুপারস্টার রশিদ খান। বাংলা টাইগার্সের ফেসবুক পেইজে আজ এই দুজনের ছবি পোস্ট করা হয়েছে।

দুজনের ক্যাপশনে লেখা, ‘আবু ধাবি টি-টেন লিগে আমাদের ট্রেনার সাকিবের সঙ্গে সাকিব আল হাসান এবং রশিদ খান।’ আগামী ২১ নভেম্বর থেকে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই ক্রিকেট লিগ।

১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব। বাংলা টাইগার্সের ফেসবুক পোস্টে লেখা, ‘রশিদ-সাকিবকে বাংলা টাইগার্সের জার্সিতে দেখার তর সইছে না।’

টি-টেন লিগে আরও আগেও খেলেছিলেন সাকিব। এবারও সেখানে খেলে প্রস্তুতি নেবেন জাতীয় দলে ফেরার। কিছুদিন আগেই বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন সেকথা। সবকিছু ঠিক থাকলে হয়তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

About somoyer kagoj

Check Also

স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। সেই শিরোপা উদযাপনের বাধভাঙা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *