Thursday , March 20 2025

৩ রান করা ম্যাচে দুই রেকর্ড বাবর আজমের

স্পোর্টস ডেস্ক:

ব্যাট হাতে করেছেন মাত্র ৩ রান। অস্ট্রেলিয়ার কাছে দলও হেরেছে বড় ব্যবধানে। তবে বাবর আজম এমন এক ম্যাচেও দুটি রেকর্ড গড়ে ফেলেছেন।

ব্রিসবেনে বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি পরিণত হয়েছিল ৭ ওভারের ম্যাচে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৪ উইকেটে ৯৩ রান। জবাবে ৯ উইকেটে ৬৪ রানে থামে পাকিস্তান, হারে ২৯ রানে।

এই হারা ম্যাচেই দুটি রেকর্ড গড়েছেন বাবর। এটি ছিল বাবরের ক্যারিয়ারের ১২৪তম টি-টোয়েন্টি। এতে করে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ব্যাটার। পেছনে ফেলেছেন শোয়েব মালিককে।

এদিন আবার দুটি ক্যাচও নিয়েছেন বাবর। প্রথম ক্যাচ নেওয়ার পরই টি-টোয়েন্টি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ক্যাচের (৫২টি) মালিক হয়ে গেছেন তিনি। তার আগে ৫০ ক্যাচ নিয়ে এই রেকর্ডটি ছিল ফখর জামানের।

About somoyer kagoj

Check Also

দেশে এসে উচ্ছ্বসিত হামজা, ভারতকে হারানোর আশাবাদ

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা। রমজানের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *