Thursday , March 20 2025

সহজ হবে না, তবে রংপুরকে চ্যাম্পিয়নই দেখতে চান আশরাফুল

স্পোর্টস ডেস্ক:
পরিচয় বদলে মোহাম্মদ আশরাফুল এখন পেশাদার কোচ। রংপুর রাইডার্সকে দিয়ে শুরু হচ্ছে তার পথচলা।

গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে তিনি যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচ হিসেবে।
বৃহস্পতিবার মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। আগামী ২২ নভেম্বর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়াল দেবে তারা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচটি দল। কঠিন মনে হলেও গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথাই জানিয়েছেন আশরাফুল।

তিনি বলেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তারপরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে খেলোয়ড়রা এতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়। ’

‘এটা একটা সুযোগ আমাদের খেলোয়াড়দের জন্য। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা। ’

গ্লোবাল সুপার লিগের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে রংপুর, এর মধ্যে ৯ জনই বাংলাদেশি; বাকি চারজন বিদেশি। বিপিএলের জন্য নিজেদের সাজানো স্কোয়াডের বাইরেও আছেন আফিফ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বিরা। নিজেদের দল নিয়েও বেশ আশাবাদী আশরাফুল।

তিনি বলেন, ‘রংপুর দল হিসেবে খুবই ভালো। আমরা জানি যে বিপিএলে এটি দল হিসেবে তিন-চারটি দলের একটি। প্রচুর গোছানো একটা দল। এই দলের অংশ হতে পেরে ভালো লাগছে। আরও তিন দিন আমরা অনুশীলন করব, এরপর একটি অনুশীলন ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজেও আরও চার দিন অনুশীলন করব। ভালো পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে। ’

About somoyer kagoj

Check Also

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে ইতিহাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *