Thursday , July 10 2025

মালয়েশিয়া বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ এলাহী মালয়েশিয়া:

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, যুব ঐক্য প্রগতি দলীয় স্লোগানকে সামনে নিয়ে গতকাল ১০ই নভেম্বর রোজ রবিবার বিএনপি মালয়েশিয়া ও অংগ সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কুয়ালালামপুরের আম্পাং অবস্থিত হোটেল জি টাওয়ারের হল রুমে সন্ধ্যা ৬ঘটিকায় দোয়া ও আলোচনা শুরু হয়ে শেষ হয় রাত্র ১০.৩০ মিনিটে।ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান সভাপতি বিএনপি মালয়েশিয়া আগামী দিনে টাংগাইলের কালিহাতি থেকে এমপি পদপ্রার্থি এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা সঞ্চালনা করেন মির্জা সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক বিএনপি মালয়েশিয়া, অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন এম মোজাম্মেল হক প্রধান সভাপতি স্বেচ্ছাসেবক দল মহানগর কুয়ালালামপুর।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভার্তুয়ালি যুক্ত থেকে আলোচনা পর্বে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওপর বিস্তারিত তুলে ধরেন জনাব নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটি। দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোশাররফ হোসেন সদস্য কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটি, সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া।অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি,প্রধান আলোচক সহ অন্যান্য নেতারা বক্তব্য পর্বে বলেন, শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে আগামীর বাংলাদেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করে যেতে হবে।

দেশের সঙ্কটময় মুহুর্তে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও সার্বভৈমত্ব রক্ষা আমাদের সকলের দায়িত্ব, এই দায়িত্ববোধ থেকে জাতীয়তাবাদকে সমুন্নত রেখে প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, তালহা মাহমুদ, ড.এস এম রহমান তনু, শাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া, সভাপতি আরাফাত রহমান কোকো পরিষদ, ওয়ালি উল্লাহ জাহিদ সহ-সাধারণ সম্পাদক, এস এম বশির আলম প্রচার, মোঃ আমিনুল ইসলাম রতন দপ্তর সম্পাদক বিএনপি মালয়েশিয়া, মোঃ জাহাঙ্গির আলম খান সভাপতি যুব দল মালয়েশিয়া,মিনহাজ মন্ডল সাবেক সাধারণ সম্পাদক যুব দল মালয়েশিয়া,হাবিবুর রহমান শিশির সহ-দপ্তর সম্পাদক বিএনপি মালয়েশিয়া, মোঃ জসিম উদ্দিন সদস্য বিএনপি মালয়েশিয়া,জাকির হোসেন সভাপতি কেলাং মহানগর বিএনপি মালয়েশিয়া,মোঃ এমদাদুল হক সাধারণ সম্পাদক পেনাং কেডাহ বিএনপি মালয়েশিয়া,শেখ আসাদুজ্জামান মাসুম প্রতিষ্ঠাতা আহবায়ক জাসাস মালয়েশিয়া, মোঃ ইসমাইল জবিউল্লাহ সুমন সাংগঠনিক সম্পাদক পেনাং কেডাহ বিএনপি মালয়েশিয়া, মোঃ রমজান আলি সহ-সাধারণ সম্পাদক যুব দল মালয়েশিয়া,নূরে সিদ্দিকী সুমন যুব নেতা মালয়েশিয়া,হেলাল শিকদার সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, মোশারফ হোসেন হৃদয় দপ্তর সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, ইমতিয়াজ আবির সদস্য সচিব জাসাস মালয়েশিয়া সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি বৃন্দ।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ থেকে আগত, ছাইদুল হক সাদু ভারপ্রাপ্ত সভাপতি, সাদিকুল আলম খোকা সহ-সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি।

উপস্থিত ছিলেন, মির্জা খোকন সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটি, আব্দুল জলিল লিটন সহ-সভাপতি, মোয়াজ্জেম হোসেন নিপু সহ-সাধারণ সম্পাদক, এম ফরহাদ হোসেন পলাশ তথ্য ও আর্কাইভ বিষয়ক সম্পাদক, মোঃ মুস্তাফিজুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ আরিফ হোসেন ক্রীড়া সম্পাদক, এম এ কালাম সহ-অর্থ বিষয়ক সম্পাদক বিএনপি মালয়েশিয়া, আলি খান জুয়েল সিনিয়র সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া,গোলাপ হোসেন ভারপ্রাপ্ত সভাপতি, আফজাল হোসেন অপু সভাপতি মহানগর পেনাং কেডাহ বিএনপি মালয়েশিয়া, মোহাম্মদ রাহুল সভাপতি, মোঃ সুমন বেপারি সিনিয়র সহ-সভাপতি, মোঃ এস কে আলম কাজি সহ-সভাপতি মোঃ নুরজামান মুন্সি সাংগঠনিক সম্পাদক বিএনপি শাহ আলম,মোঃ আজাদ উদ্দিন সভাপতি, মোঃ মতিউর রহমান সহ-সভাপতি বিএনপি মালাকা মালয়েশিয়া, নাজমুল হাসান সভাপতি যুব দল সেরডাং মালয়েশিয়া, মারুফ এলাহী প্রচার সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া,গোলাম কবির সহ-সভাপতি,মাহফুজুর রহমান সাধারণ সম্পাদকস্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর,ইঞ্জিনিয়ার শাহ জালাজ, ইমন সাইদ, আনোয়ার পারভেজ,আব্দুল কাদের বিএনপি নেতা মালয়েশিয়া,শেখ সেলিম সাধারণ সম্পাদক সিমিনিয়েহ যুব দল মালয়েশিয়া, মিরাজ মাঝি, ইসমাইল আকন্ড,রিকি রাব্বানি,মোসারফ হোসেন,রাসেল রানা,খালিদ হাসান,নুরুল ইসলাম যুব নেতা মালয়েশিয়া, ইমারান সহ-সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া,মোঃ ফিরোজ যুগ্ন আহ্বায়ক,মোঃ রাকিব মিজি সদস্য জাসাস কেলাং মহানগর, হান্নান মল্লিক বিএনপি নেতা, রিয়াদ মল্লিক যুব নেতা যুব নেত্রী জেসমিন ও অন্যান্য নেত্রী সহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি বৃন্দ।

About somoyer kagoj

Check Also

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে অন্তত ৬০৬ জনের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসরায়েলের হামলায় গত কয়েক দিনে অন্তত ৬০৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *