Monday , February 17 2025

ব্রাজিলে ফাইনাল খেলার মাঝেই বোমা হামলা

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিল ফুটবলের ঘরোয়া কাপ আসর কোপা দো ব্রাজিলের খেলার মাঝেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাতলেটিকো মিনেইরো এবং ফ্ল্যামেঙ্গোর মধ্যকার ফাইনালের দ্বিতীয় লেগে ঘটে এই ঘটনা। বেলো হরিজেন্তের এমআরভি স্টেডিয়ামে এই হামলায় এক ফটো সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

খেলা শুরুর আগে থেকেই দুই দলের সমর্থকদের মাঝে সংঘাতের কথা চাউর হয়েছিল। অ্যাতলেটিকো মিনোইরোর প্রথম লেগের ম্যাচে হেরেছিল ৩-১ ব্যবধানে। এরপরেই দ্বিতীয় লেগের খেলাকে কেন্দ্র করে ফ্ল্যামেঙ্গো ভক্তদের ওপর ম্যাচের আগে থেকেই চড়াও হয়েছিল মিনেইরো ভক্তরা।

কিন্তু মাঠের খেলায় মিনেইরো এবারেও সুবিধা করতে পারেনি। ৮২ মিনিটে গনজালো সিলভার গোল করে ফ্ল্যামেঙ্গোকে এগিয়ে দেন ৪-১ গোলের অ্যাগ্রিগেটে। এরপরেই মাঠে বিভিন্ন বস্তু এবং বোমা হামলা করতে শুরু করে অ্যাতলেটিকো মিনেইরো সমর্থকরা। সেই সময়েই ৬৭ বছর বয়েসী ফটো সাংবাদিক হোসে মারিয়া (৬৭) আহত হন।

তাৎক্ষণিকভাবে সেই সাংবাদিককে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের তিনটি আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। সেইসঙ্গে পায়ের পাতায় বেশ অনেকটা অংশ কেটে যায়। তবে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেই সাংবাদিকের জ্ঞান ফেরেনি।

ব্রাজিলের গণমাধ্যম ও’ টেম্পো এক প্রতিবেদনে জানায়, বিভিন্ন গণমাধ্যম আগেই এই স্টেডিয়ামে অ্যাতলেটিকো মিনেইরো ভক্তদের আগ্রাসী আচরণ নিয়ে সতর্কতার কথা জানিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

মাঠের খেলায় অবশ্য এর বড় প্রভাব পড়েনি। ফ্ল্যামেঙ্গো জিতেছে তাদের ৫ম কোপা দো ব্রাজিলের শিরোপা। এই ম্যাচের মধ্যে দিয়ে মাত্র ১ মাসের কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপা পেয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইজ। আবার ম্যাচ শেষেই ফ্ল্যামেঙ্গো ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিল তারকা গ্যাব্রিয়েল বারবোসা।

About somoyer kagoj

Check Also

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

স্পোর্টস ডেস্ক:আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সি গ্রুপে ভারত, হংকং ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *