Tuesday , March 18 2025

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অসিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় ফেরে মোহাম্মদ রিজওয়ানের দল। আজ রোববার সিরিজ নির্ধারণী ‘ফাইনাল’ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজও নিজেদের করে নেয় পাকিস্তান।

পার্থ ক্রিকেট স্টেডিয়ামে ৩১.৫ ওভার ব্যাট করে ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটিই অসিদের দলীয় সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৬.৫ ওভারে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এতে ২-১ ব্যবধানে নিশ্চিত হয় সফরকারীদের।

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর এই প্রথম কোনো সিরিজ জিতলো পাকিস্তান। এর আগে ২০০২ সালে সর্বশেষ অসিদের বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছিল পাকিস্তান। সেটিও ছিল ওয়ানডে সিরিজ। ব্যবধানও ছিল ২-১।

ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে টেস্ট হারিয়ে অস্ট্রেলিয়া সফরে আসে পাকিস্তান। ওই সিরিজে ছিল পাকিস্তানের দাপট। শেষ দুই টেস্টের ৪০টি উইকেটই দখল করেছিলেন স্পিনাররা।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে পুরোপুরি বিপরীত চিত্র। মেলবোর্ন, অ্যাডিলেইড ও পার্থে দাপট দেখিয়েছেন চার পেসার- শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফ। এই সিরিজের অস্ট্রেলিয়ার পতিত ২৬টি উইকেটই পেয়েছেন পেসাররা; পাকিস্তানের হয়ে তিন ম্যাচের সিরিজে যা সর্বোচ্চ।

About somoyer kagoj

Check Also

গার্দিওলার সামনে এখন ৯টি ফাইনাল

স্পোর্টস ডেস্ক:আগামীবছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে ম্যানচেস্টার সিটি? ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *