Monday , February 17 2025

মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন

বিনোদন ডেস্ক:

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) ভোর ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

এরপর আবেগঘন হয়ে বলেন, ‘আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো?
তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।’

পোস্টের শেষে লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।

২০০৮ সালে প্রথম অভিনয় শুরু করেন তিনি। ইউনেসকোর সচেতনতামূলক নাটক দিয়ে তার পথচলা শুরু হয়। এটি দুই বছর বিটিভিতে প্রচারিত হয়। তিনি মামুনুর রশীদ, জাহিদ হাসান, মাহফুজুর রহমান, কচি খন্দকারসহ অনেকের নির্মিত নাটকে অভিনয় করতে থাকেন।

তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন অনন্য মামুনের পরিচালনায় ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে। ২০১৩ সালে আফরোজা সিদ্ধান্ত নেন, শুধু নাটকেই অভিনয় করবেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়।

About somoyer kagoj

Check Also

পুষ্পা ২: মুক্তির আগেই ক্ষুব্ধ দর্শক!

বিনোদন ডেস্ক:মুক্তির আগে মুগ্ধতার কথা ছিলো, অথচ দর্শকরা প্রকাশ করছে ক্ষুব্ধতা! ৫ ডিসেম্বর মুক্তি পেতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *