Thursday , March 20 2025

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুস্তাফিজকে নিয়ে শঙ্কা!

স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। সেখানে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগে আগামীকাল (১১ নভেম্বর) সোমবার। আর এই সিরিজ শেষের দিনেই ওয়েস্টে ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। তবে মুস্তাফিজুর রহমান টেস্ট ম্যাচ খেলেন না বলেই তাকে নিয়ে প্রশ্ন নেই।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুই ফরম্যাটে মুস্তাফিজুর রহমান ছুটি চেয়েছেন বলে জানা গিয়েছে। ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন বিসিবির একটি সূত্র। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটির কথা জানিয়েছেন বিসিবিকে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলেও জানা গেছে।

নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে অ্যান্টিগায়। এরপর ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জ্যামাইকা।

টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৮ ডিসেম্বর। একদিনের বিরতির পর ১০ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর।

ওয়ানডে সিরিজের পর দুই দিনের বিরতি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ । ১৫ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ ১৭ ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি ১৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

About somoyer kagoj

Check Also

৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক: দশম বারের মতো দেশে চলছে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ব্যাট হাতে ইতিহাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *