Thursday , March 20 2025

সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে দুই পরিবর্তন, অভিষেক জাকেরের

স্পোর্টস ডেস্ক:

প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। শারজাহতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায়।

ঘরে বাইরে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের। ভারতের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জার পর চিত্রটা বদলায়নি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও। আফগান সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল টিম টাইগার্সের। সিরিজের প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়ায় জয়ের পথেই ছিল বাংলাদেশ।

আফগান রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের বিধ্বংসী স্পেলে শেষ পর্যন্ত প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। অন্যদিকে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তানের।

চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এ ছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। এই সংস্করণে সর্বশেষ গত বছর বিশ্বকাপে খেলেছিলেন নাসুম।

এদিকে, প্রথম ম্যাচে জয়ের পর প্রত্যাশিতভাবেই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আফগানিস্তান। এই ম্যাচেও টাইগার ব্যাটারদের বড় পরীক্ষায় ফেলতে পারেন আফগান তরুণ স্পিনার গাজানফার।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

About somoyer kagoj

Check Also

দেশে এসে উচ্ছ্বসিত হামজা, ভারতকে হারানোর আশাবাদ

স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেটের ফ্লাইট বেলা এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছানোর কথা। রমজানের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *