Tuesday , January 14 2025

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর

নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ৬-৮ নভেম্বর বাংলাদেশ সফর করেছে।

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক যৌথ উদ্যোগের বিষয়গুলো এ সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে।
ওই সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এছাড়া প্রতিনিধি দলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় আলোচিত হয়।

এছাড়া প্রতিনিধি দলটি সেনাসদর আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সংকটকালীন সময়ে দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পায়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার লক্ষ্যে এ সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

About somoyer kagoj

Check Also

ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

আন্তর্জতিক ডেস্ক:পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *