Tuesday , January 14 2025

কানাডার সব শিখ খালিস্তানের সমর্থক নন: ট্রুডো

নিজিস্ব প্রতিনিধি:
কানাডায় খালিস্তান সমর্থকদের উপস্থিতির কথা স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে তিনি এও বলেছেন, তারা সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না।

খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধের মধ্যে সম্প্রতি অটোয়ার পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

ট্রুডো বলেন, “কানাডায় খালিস্তান সমর্থক অনেকে থাকলেও তারা যেমন সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না; তেমনভাবে কানাডায় প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদী সরকারের সমর্থক থাকলেও তারা সব কানাডীয় হিন্দুর প্রতিনিধিত্ব করেন না।”

দ্য হিন্দু লিখেছে, গত বছর কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার বিষয়ে গেল সেপ্টেম্বরে ট্রুডো অভিযোগ করার পর দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়।

অটোয়ার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার পর ছয় কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। সেই সঙ্গে হাই কমিশনার সঞ্জয় ভার্মাসহ ‘নিশানায়’ থাকা কর্মকর্তাদের ভারত প্রত্যাহার করেছে।

ভারত বরাবরই বলে আসছে, কানাডার মাটি থেকে খালিস্তানপন্থি কর্মকাণ্ড পরিচালনায় অটোয়ার দায়মুক্তি দেওয়া নিয়েই তাদের আপত্তি।

গত সপ্তাহে খালিস্তানি সমর্থকরা ব্রাম্পটনে হিন্দু সভা মন্দির এবং ভারতীয় কনস্যুলেটের যৌথ আয়োজনে একটি কনস্যুলার অনুষ্ঠানে বাধ সাধে।

এ ঘটনার নিন্দা জানিয়ে ট্রুডো বলেন, প্রত্যেক কানাডিয়ানের স্বাধীনভাবে ও নিরাপদে তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডায় বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

টরন্টোর ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, কানাডার ‘নিরাপত্তা সংস্থাগুলো আয়োজকদের ন্যূনতম নিরাপত্তা দিতে অপরাগতা জানানোর কারণে’ চলতি মাসের পরিকল্পিত কনস্যুলার অনুষ্ঠানের কিছু বাতিল করা হচ্ছে।

About somoyer kagoj

Check Also

ইতালির মিলানে ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা, থাকছে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ ইতালিতে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *