Tuesday , March 25 2025

কোটচাঁদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভা

রেজাউল, কোটচাঁদপুর:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর কৃষক দলের আয়োজনে গতকাল বিকালে শহরের প্রিজন ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আমিরুজ্জামান খান শিমুল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ উসমান আলী বিশ্বাস। প্রধান বক্তা উসমান আলী বিশ্বাস তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদের অত্যাচারে এবং তাদের নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, অত্যাচারের শিকল দিয়ে গণতন্ত্রকার্মী জনতার কষ্ঠকে রুদ্ধ করা হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করে জাতীয়তাবাদী চেতনা নিয়ে রাজনীতি করতে হবে।

পতিত শেখ হাসিনা সরকার ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়েছে। জনগণ তাকে ক্ষমা করবে না। তাই, ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশ নায়ক তারেক রহমানের নেত্রীত্বে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গিকার করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৯৭২ সাল থেকে ৭৫ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের হত্যা করেছিল। অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল রক্ষীবাহিনী। শেখ হাসিনাও তার বাবার মতো মানুষ হত্যা করে মতায় চিরদিন থাকার দুঃস্বপ্ন দেখেছিল। শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছরে কয়েক হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।

জুলাই আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল তার কখনো পতন হবে না। দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় বানিয়েছে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা। চার বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, হাসিনা দেশটাকে ধ্বংস করে একদিন পালাবে নেত্রীর কথায় আজ ঠিক হলো। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য ও কোটচাঁদপুর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

কর্মীসভা উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি সাধারণ সম্পাদ আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের জেলা যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেন ও কোটচাঁদপুর উপজেলা কৃষক দলের নেতা মোঃ আবুল কামেশ প্রমুখ। কর্মীসভা সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য কৃষিবীদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কৃষক দলের সদস্য আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About somoyer kagoj

Check Also

স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

সংবাদ সম্মেলনে মাগুরার পুলিশ সুপার মাগুরা প্রতিনিধি: মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *