Tuesday , March 25 2025

ভয়াবহ বন্যায় স্থগিত রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক:

শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের; তবে স্পেনজুড়ে ভয়াবহ বন্যায় এবং প্রচুর মানুষের মৃত্যুর কারণে শনিবারের ম্যাচটি স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বৃহস্পতিবার ঘোষণা করে, লা লিগার অনুরোধে বন্যার কারণে ভ্যালেন্সিয়া রাজ্যে সব ধরনের ফুটবল স্থগিত করা হলো। পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচগুলোর সময় পূনঃনির্ধারণ করা হবে।

ভয়াবহ এই বন্যায় এখনও পর্যন্ত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্প্যানিশ সরকার তিনদিনের জাতীয় শোক প্রকাশের ঘোষণা দিয়েছে। শুধু ১৫০জনের মৃত্যুই নয়, আরও অসংখ্য মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে, বর্তমান শতাব্দীতে স্পেনে এটাই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়।

শনিবারে লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়ল মাদ্রিদ ছাড়াও ছিল ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর ম্যাচ। এছাড়া আগামী শনিবার দ্বিতীয় বিভাগে মালাগার বিপক্ষে লেভান্তের হোম ম্যাচটিও স্থগিত করা হলো। নারী লা লিগায়ও দুটি ম্যাচ স্থগিত হয়ে গেলো। এর মধ্যে লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচও ছিল।

লা লিগা এবং ভ্যালেন্সিয়া অঞ্চলের ক্লাবগুলো আবেদন জানিয়েছে, রেড ক্রসের জন্য সহযোগিতার হাত বাড়াতে। যারা বন্যাদুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে।

লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, স্পেনের পেশাদার ফুটবল শোকার্তদের সঙ্গে যোগ দিয়েছে এবং ক্ষতিগ্রস্থদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।’

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এরই মধ্যে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং রেড ক্রসকে ১ মিলিয়ন ইউরো সহযোগিতা দিয়েছে।

About somoyer kagoj

Check Also

‘তোর কাছে যাইতে পারলাম না’, তামিমকে নিয়ে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *