স্পোর্টস ডেস্ক:
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার নারী ফুটবলাররা চ্যাম্পিয়ন হতেই আনন্দে উদ্বেল হয়ে ওঠে পুরো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে সংবর্ধনার ঘোষণা দেয়া হয়।
আজ দুপুরে বিমানবন্দরে পৌঁছালে নারী ফুটবলারদের সেখান থেকে ছাদখোলা বাসে উৎসব করতে করতে নিয়ে আসা হয় বাফুফে ভবনে। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নারী ফুটবলারদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা আসবে বলেও জানা যাচ্ছে।
তবে, তার আগেই সাফজয়ী নারী ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিকেলেই সংবাদ মাধ্যমের কাছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাফজয়ী নারী ফুটবলারদেরকে আর্থিক পুরস্কার দেবে বিসিবি। তবে, তিনি তখন পরিমাণ উল্লেখ করেননি।
যদিও সন্ধ্যা নাগাদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি পরিমাণটা জানিয়ে দেয়। ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেয়া হবে নারী ফুটবলারদের। তবে, ২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবির পক্ষ থেকে নারী ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়া হয়েছিলো ৫০ লাখ টাকা।
বিসিবি সভাপতির উদ্বৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘সাফ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের দুর্দান্ত পারফরম্যান্স এবং তাদের অর্জনে আমরাও গর্বিত। বিসিবিও সারা দেশের এই উৎসবে যোগ দিতে চায়।’