Wednesday , July 9 2025

সাফজয়ী নারীদের শুভেচ্ছা জানালেন মাশরাফি-তামিম

স্পোর্টস ডেস্ক:
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় সাফ জয় করে দেশের মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে নারী ফুটবল দল। সাবিনা-তহুরারা সাফ জয়ের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন।

এবার তাদের অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা।
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো সাফের শিরোপা ঘরে তুলেছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

তাদের অভিনন্দন জানিয়ে মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ…অভিনন্দন বাংলার মেয়েদের। ’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে ও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য অসাধারণ একটি মুহুর্ত। মেয়েদেরকে অনেক অভিনন্দন। ’

এর আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, ‘ এটি আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন ‘

তিনি বলেন, ‘আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন। ’

About somoyer kagoj

Check Also

স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৩

স্পোর্টস ডেস্ক: আলজেরিয়ায় টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করেছে এমসি আলজার। সেই শিরোপা উদযাপনের বাধভাঙা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *