Tuesday , March 18 2025

শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ পৌরসভা ও সুইজ কন্টাক্টের আয়োজনে পৌর ভবন প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক আফতাবুজ্জামান আল ইমরান। এ সময় তিনি বলেন, পৌর এলাকার মর্দনা মহল্লায় ১ একর আয়তনের নিজস্ব জায়গায় ওপর গড়ে তোলা হয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট। প্লান্টটি উদ্বোধন হলে শহরজুরে থাকবে না আগের মতো ময়লা-আবর্জনা।

সেই ময়লাখানা থেকে উৎপাদন করা হবে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও সুইজ কন্টাক্টের প্রতিনিধি বর্ষাসহ অন্যরা। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ও শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পৌর নাগরিকদের মাঝে কমিউনাল বিন বিতরণ করা হয়। শেষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রালি বের করা হয়।

About somoyer kagoj

Check Also

নন্দীগ্রামে তৃণমূলে একাট্টা বিএনপি,বেড়েছে সাংগঠনিক তৎপরতা 

এমদাদুল হক, বগুড়া বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে একাট্টা হয়েছে তৃণমূল নেতাকর্মী। উপজেলা পর্যায় থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *