Monday , February 17 2025

মুস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই, ধরে রাখল যে ৪ ক্রিকেটারকে

স্পোর্টস ডেস্ক:

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই বাঁহাতি পেসার। তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই।

আগামী নভেম্বরে হতে পারে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেনি আয়োজকরা। নিলামের আগে বেশ কয়েকটি নিয়মেও পরিবর্তন এনেছে লিগ কর্তৃপক্ষ। আগের মৌসুমের দলের সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আজকের (বৃহস্পতিবার) বিকেল ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময়। চেন্নাই ধরে রেখেছে চার ক্রিকেটারকে। দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে নানা রকম গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত রিটেনশন লিস্টে তাকে রেখেছে সিএসকে।

সেই সঙ্গে দেশি ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়, জাদেজা এবং শিবম দুবেকে ধরে রেখেছে তারা। আর বিদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে তালিকায় আছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

১৮ কোটি রুপিতে অধিনায়ক রুতুরাজকে ধরে রেখেছে চেন্নাই। একই অঙ্কের অর্থ পাচ্ছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। ১৩ কোটি পাবেন পাথিরানা। এ ছাড়া ধোনি পাচ্ছেন ৪ কোটি রুপি।

About somoyer kagoj

Check Also

এশিয়া কাপে সম্ভাবনা দেখছেন জামাল, কোচের দৃষ্টি হোম ম্যাচে

স্পোর্টস ডেস্ক:আজ দুপুরে এশিয়া কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সি গ্রুপে ভারত, হংকং ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *