Thursday , July 10 2025

লেবাননের বালবেকে শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের বালবেক শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় অন্তত ২ শিশুসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮ জন। মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেক শহরের কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। মূলত হামলার পর বেকা উপত্যকার ১২টি এলাকা থেকে প্রাণহানির এই তথ্য পাওয়া গেছে।

এদিকে, হামলার পর হতাহতের এই পরিসংখ্যান এখনো প্রাথমিক বলে মনে করা হচ্ছে, কারণ উদ্ধার তৎপরতা এখনো চলছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, সোমবার (২৮ অক্টোবর) লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৮ জন নিহত হয়েছেন। মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা সশস্ত্র লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সদস্য, অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহও। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে এই গোষ্ঠী। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি হিজবুল্লাহ।

এর আগের সপ্তাহে এক বিবৃতিতে হিজবুল্লাহর পক্ষ থেকে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করা হয়েছিল। এছাড়া গত বছরের অক্টোবরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে মৃতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। যার মধ্যে ১২৭ জন শিশুও রয়েছে।

About somoyer kagoj

Check Also

এসএসসির দ্বিতীয় দিনে ১৮ পরিদর্শক ও ৮৩ পরীক্ষার্থী বহিষ্কৃত

নিজস্ব প্রতিনিধি:এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার (১৫ এপ্রিল) অসদুপায়ের জন্য ১৮ জন পরিদর্শক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *