মোঃ এলাহী মালয়েশিয়া:
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, যুব ঐক্য প্রগতি দলীয় স্লোগানকে সামনে নিয়ে রবিবার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার উদ্যোগে দলটির ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী র দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া যুবদল। মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী ও সেরদাং যুবদলের সাবেক সভাপতি নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি,টাঙ্গাইল ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি প্রকৌশলী বাদলুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ সভাপতি লায়ন মাহবুব আলম শাহ সহ সভাপতি তালহা মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস,এম বশির আলম, শ্রমিক দলের সভাপতি রাজু ইমান আলী হানিফ, যুবদলের সহ সভাপতি আব্দুল হাই হেলাল, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ মুমিন।
শুভেচ্ছা বক্তব্য দেন যুবনেতা জসিমউদদীন, যুবনেতা বিএনপি সদস্য, সুলতান বিন সিরাজ, যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজা, সিমুনিয়া মহানগর সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, কুয়ালালামপুর মহানগর সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রাসেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, জোহর প্রদেশ সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, যুবনেতা নূর এ সিদ্দিকী সুমন, কুয়লালামপুর মহানগর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ, পেনাং শাখার সভাপতি গোলাম মোস্তফা, মেডানপুত্রা সভাপতি কবির হোসেন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি শাহাদাত হোসেন, আব্দুল জলিল লিটন, ডক্টর এম রহমান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সহ সাধারণ সম্পাদক এস,এম,নিপু, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ড: ফয়জুল হক, জাসাস আহবায়ক আসাদুজ্জামান মাসুম, আম্পাং সভাপতি তুহিন শেখ, মাসজিদ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক জনি, মালাক্কা সভাপতি নেওয়াজ নিপু, মালুরি সভাপতি মারুফ, চৌকিট সভাপতি সোহেল, সেরম্বান সভাপতি মিজান, কেএল মহানগর সহ সভাপতি মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল, রিয়াদ মোশাররফ পারভেজ, সবুজ, হেল্প সেলের রানা মাসুম, এনাম, জামশেদ প্রমুখ।বক্তারা বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী ও লন্ডন অবস্থানত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সকল মিথ্যার মামলা প্রত্যাহারের দাবী জানান । আলোচনা সভার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশনেত্রীর সু সাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।