Tuesday , January 14 2025

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে : বস্ত্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

পাটব্যাগ চালুর উদ্যোগে পাটের দাম বেড়েছে। দেশে পাটের অনেক ফেব্রিকস তৈরি হচ্ছে। বিভিন্ন দেশে দূতাবাসে পাটপণ্য প্রদর্শনীর কর্নার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের পাটপণ্যের আরও বেশি প্রচার হবে।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৮-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, টেক্সটাইল এবং পাটখাতে বেশি গবেষণার জন্য আলাদা গবেষণাধর্মী প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তুতি হচ্ছে। ইংরেজি ভাষা দুর্বলতায় অনেকে চাকরি পায় না, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ব্যবহারে মাধ্যমে দক্ষতা বাড়িয়ে এদেশের কর্মসংস্থান বাড়াতে কাজ করতে হবে।

এ সময় অনুষ্ঠানে মোট চারটি ক্যাটাগরিতে চার কোম্পানিকে পুরস্কার দেওয়া হয়। সেগুলো হলো— মাসকো গ্রুপ-প্রসেসিং (গার্মেন্টস) ক্যাটাগরি, উর্মি গ্রুপ-প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরি, শাশা ডেনিমস- মার্কেটিং এবং মার্কেট ডেভেলপমেন্ট ক্যাটাগরি এবং কোটস বাংলাদেশ-এইচআর/অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি।

About somoyer kagoj

Check Also

ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

আন্তর্জতিক ডেস্ক:পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *